কোহলি-ধোনির মধ্যে কাকে সেরা অধিনায়ক বাছলেন ধাওয়ান, জেনে নিন
ধোনি এবং কোহলি দুই নেতার অধীনেই খেলেছেন শিখর ধাওয়ান।
নিজস্ব প্রতিবেদন: ২০১০ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দলে অভিষেক হয় শিখর ধাওয়ানের। ২০১৪ সালে টেস্টে এবং ২০১৭ সালে ওয়ান ডে-তে ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটন ধোনি থেকে বিরাট কোহলির ঘাড়ে গিয়ে পরে। ধোনি এবং কোহলি দুই নেতার অধীনেই খেলেছেন শিখর ধাওয়ান। কিন্তু অধিনায়ক হিসেবে সেরা কে? কাকে বাছলেন গব্বর জেনে নিন ...
দেশের প্রাক্তন ওপেনার ইরফান পাঠানের সঙ্গে লাইভ চ্যাটে শিখর ধাওয়ান বলেন, "এমএস ধোনি এবং বিরাট কোহলির নেতৃত্বে তিনি খেলেছেন। তাই আগের কোনও অধিনায়কদের নিয়ে তিনি কিছু বলতে পারবেন না। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলির চেয়ে ধোনিকে এগিয়ে রাখবেন। নেতা ধোনির ক্রিকেটিয় ভাবনা চিন্তা অন্যরকম ছিল।"
তবে সেরা ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলিকেই বেছে নিয়েছেন শিখর ধাওয়ান। সেই সঙ্গে ওপেনিং পার্টনার হিসেবে রোহিত শর্মাকে পুরো নম্বর দিয়েছেন গব্বর।
আরও পড়ুন - ধোনিকে নিয়ে গ্রেগ চ্যাপেলের মন্তব্য! পাল্টা দিলেন যুবি-ভাজ্জি