নিজস্ব প্রতিবেদন : বাবা ক্রিকেটার। তাই বলে ছেলেকেও ক্রিকেটার হতে হবে এমন কোনও ব্যাপার নেই। ক্রিকেটের প্রতি বাবার অগাধ ভালবাসা। আর সেই একই ভালবাসা ছেলের মধ্যে দেখলে বাবা আবেগপ্রবণ হয়ে পড়াটাই স্বাভাবিক। ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান তাই ছেলে জোরাবরকে দেখে আবেগে ভাসলেন। তাঁর মতো ছেলে জোরাবরেরও ক্রিকেটের প্রতি ভালবাসা রয়েছে। আর তাই ছেলেকে ক্রিকেটার হিসাবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শিখর। শুধু অপেক্ষা নয়। তিনি সাধ্যমতো চেষ্টা করছেন, জোরাবর যেন ভাল ক্রিকেটার হতে পারে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্রিকেটার বাবার ছেলে ক্রিকেটার হয়ে বিশ্ববিখ্যাত হয়েছেন, এমন উদাহরণ ক্রিকেটবিশ্বে ঢের রয়েছে। তবে শিখর ধাওয়ান পরিসংখ্যান নিয়ে পড়ে থাকতে চান না। বরং ছেলেকে ক্রিকেটার হিসাবে গড়ে তুলতে সব সময় জোরাবরের পাশে থাকতে চান। ছোট্ট জোরাবরকে তাই এখন থেকেই মাঠমুখো করালেন গব্বর। পিঠে কিটস ব্যাগ সমেত জোরাবরের ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। লিখলেন, ''আপনার ভালবাসা আপনার ছেলেরও ভালবাসা হয়ে উঠলে একটা বিশেষ অনুভূতি হয়, তাই না! ক্রিকেটের প্রতি ভালবাসা আমাদের রক্তে। আমার ছোট্ট চ্যাম্পিয়ন বড় হয়ে নিজের স্বপ্ন পূরণ করুক। মনে রেখো, বাবা সব সময় তোমার পাশে রয়েছে লিটল চ্যাম্প!''


আরও পড়ুন-  'ছোটা সচিন' এর পায়ে চোট, এতদিনে কোহলির দলে ডাক পেতে পারেন কেকেআর-এর ক্রিকেটার



লালা অমরনাথের ছেলে মোহিন্দর অমরনাথ। ইফতিকার আলি খান পতৌদির ছেলে মনসুর আলি খান পতৌদি। বিজয় মঞ্জরেকরের ছেলে সঞ্জয় মঞ্জরেকর। যোগরাজ সিংয়ের ছেলে যুবরাজ সিং। সুনীল গাওয়াস্কারের ছেলে রোহন গাওয়াস্কার। রজার বিনির ছেলে স্টুয়ার্ট বিনি। এবার কি তবে শিখর ধাওয়ানের ছেলে জোরাবর ধাওয়ানও একই পথে সাফল্য পাবে! সময় সেই উত্তর দেবে নিশ্চয়ই।