নিজস্ব প্রতিবেদন:  গত বিশে মে বাংলার ওপর তাণ্ডব চালিয়েছে সুপার সাইক্লোন আমফান। কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে সুন্দরবন, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, নামখানা সহ দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকা।শনিবারই আমফান বিধ্বস্ত এলাকা ঘুরে দেখে আসেন মোহনবাগানের গোলরক্ষক শিল্টন পাল। তারপরেই ফেসবুকে তিনি সাহায্যের জন্য আবেদন জানান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



শিল্টনের সেই মানবিক উদ্যোগে সাড়া দিয়ে আমফান‌ বিপর্যস্ত মানুষের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়। এদিন শিল্টনের হাতে বাগুইআটি বইমেলা কমিটি ও ইউথ ফোরাম এর পক্ষ থেকে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। তাঁর হাতে খাদ্য সামগ্রী (শুকনো খাবার-চাল,চিঁড়ে,ছাতু, বিস্কুট,ডাল) ও জামাকাপড় তুলে দিলেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কর্ম সমিতির অন্যতম সদস্য সোমেশ্বর বাগুই।
 


আরও পড়ুন - ১১ জুন শুরু লা লিগা; কবে নামছেন মেসিরা, জেনে নিন