নিজস্ব প্রতিবেদন :  নতুন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে নিজের ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা জানিয়েছেন পাক পেসার শোয়েব আখতার। সৌরভের ভূয়সী প্রশংসা করে 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' এও বলেন, ভারত পাকিস্তানকে হারাতে পারে, সৌরভ ক্যাপ্টেন হওয়ার আগে কখনও ভাবিনি। এবার সদ্য নির্বাচিত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গে বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক তথা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে মিল খুঁজে পেলেন শোয়েব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



শোয়েব আখতার বলেন, "গাঙ্গুলি ও ইমরান খানের মধ্যে অনেক মিল রয়েছে। সৌরভ নতুন প্রতিভায় বিশ্বাসী। দ্বিতীয়ত প্রতিভাবানদের দিকে বেশি নজর দেয় সৌরভ। এটা অনেকটা ইমরান খানের মতো। উনিও প্রতিভাবানদের তুলে এনে পাকিস্তানকে জেতাতে সাহায্য করেছেন।"


আরও পড়ুন - কি হবে ধোনির ভবিষ্যত্? নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ


সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে নতুন করে পথ চলা শুরু হতে চলেছে বিসিসিআই-এর। সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের হাতে থাকা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হয়েছেন মহারাজ। আগামী ২৩ অক্টোবর থেকে আনুষ্ঠানিক ভাবে বিসিসিআই সভাপতির দায়িত্ব নেবেন তিনি। শোয়েবের মতে, বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ায় আইসিসিতেও সৌরভের গুরুত্ব বাড়বে।