নিজস্ব প্রতিবেদন:  ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) যত দেখছেন ততই অবাক হয়ে যাচ্ছেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar)। বুমরাহর প্রশংসায় পঞ্চমুখ রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। এই সময়ের সবচেয়ে 'স্মার্ট' বোলার হিসেবে বুমরাহকে (Jasprit Bumrah) ব্যাখ্যা করেছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজের ইউটিউব চ্যানেল "Sports Today"-তে শোয়েব আখতার (Shoaib Akhtar) বলেন, " শরীর ভাষায় নয়, বুমরাহর আগ্রাসন বোঝা যায় ওর লেন্থে। আমার কাছে বুমরাহর এটাই ব্যাখ্যা। শরীরের ভাষায় ওর আগ্রাসনটা বোঝা যায় না। আমার দেখা অন্যতম ভদ্র মানুষ সে। কিন্তু বোলিং করার সময় মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে দুরন্ত লেন্থে ডেলিভারির মধ্যে দিয়ে ও আগ্রাসন দেখাতে পারে।"


আরও পড়ুন - Melbourne-এর রেস্তোরাঁয় Rohit-Rishabh'দের বিল মেটালেন  ভারতীয় ভক্ত


শোয়েব (Shoaib Akhtar) আরও বলেন, "এই সময় ক্রিকেট দুনিয়ায় যে কজন বুদ্ধিমান ফাস্ট বোলার রয়েছে বুমরাহ তাদের মধ্য়ে সবচেয়ে স্মার্ট। মহম্মদ আসিফ এবং মহম্মদ আমিরের পরবর্তী সময়ে। কম বয়সেই চাপ নিয়ে খেলার অভ্যাস রপ্ত করে ফেলেছে।"


বুমরাহর (Jasprit Bumrah) কথা বলতে গিয়ে পাক পেসার ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসদের প্রসঙ্গ টেনে এনেছেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। পেসারদের ক্ষেত্রে অ্যারো ডায়ানমিক মেকানিজম খুব গুরুত্বপূর্ণ। সেটা ওয়াসিম-ওয়াকারদের সময় দেখেছি।  


আরও পড়ুন - Rajinikanth রূপে নতুন বছরকে স্বাগত জানালেন David Warner