Shoaib Akhtar | T20 World Cup 2022: `ডিয়ার ইন্ডিয়া মেলবোর্নে তোমাদের অপেক্ষায়!` রোহিতদের জন্য ট্যুইট আখতারের
আগামী ১৩ নভেম্বর টি-২০ বিশ্বকাপ ফাইনাল। মেলবোর্নে ফের হোক ভারত-পাকিস্তান মহারণ। মনে প্রাণে চাইছেন পাক কিংবদন্তি শোয়েব আখতার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি টি-২০ বিশ্বকাপ ( T20 World Cup 2022) একেবারে অন্তিম লগ্নে চলে এসেছে। সুপার টুয়েলভের পালা শেষ করে শুরু হয়েছে খেতাবি লড়াই। বুধবার অর্থাৎ আজ প্রথম সেমি হয়ে গেল। আগামিকাল দ্বিতীয় সেমি। এদিন সিডনিতে (Sydney) প্রথম সেমিফাইনালে মুখোমুখি (T20 World Cup 2022 Semifinal 1, NZ vs PAK) হয়েছিল কেন উইলিয়ামসনের (Kane Williamson) নিউজিল্যান্ড (New Zealand) ও বাবর আজমের (Babar Azam) পাকিস্তান (Pakistan)। নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে চলে গিয়েছে পাকিস্তান। অর্থাৎ সেরা চার থেকে এখন পড়ে রইল তিন। আগামিকাল অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) দ্বিতীয় সেমিফাইনাল (T20 World Cup 2022 Semifinal 2) খেলবে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত ও জস বাটলারের (Jos Buttler) ইংল্যান্ড (T20 World Cup 2022 Semifinal 2, IND vs ENG)। এই ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলেই ফের ভারত-পাকিস্তান (IND vs PAK) মহারণ। পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার ( Shoaib Akhtar) চাইছেন ফাইনালে হোক ইন্দো-পাক মহারণ।
আরও পড়ুন: Imran Khan, ICC T20 World Cup 2022: বাবর আজমের পাকিস্তানকে শুভেচ্ছা জানালেন বিশ্বকাপজয়ী ইমরান
এদিন পাকিস্তানকে শুভেচ্ছা জানিয়েছে একের পর এক ট্যুইট করেছেন 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'। তার মধ্যে একটি ভিডিয়ো পোস্টে আখতার ক্যাপশন দিয়েছেন, 'ডিয়ার ইন্ডিয়া, আগামিকালের জন্য গুডলাক। আমরা মেলবোর্নে তোমাদের অপেক্ষায়। ক্রিকেট দেখবে অসাধারণ একটি ম্যাচ।' ভিডিয়োতে তিনি বলছেন যে, আরও একবার খেলুক ভারত-পাক। সারা বিশ্ব এই ম্যাচের অপেক্ষায় থাকে। পাকিস্তানের মেন্টর ম্যাথিউ হেডেনও চেয়েছেন যে, ফাইনালে খেলুক ভারত-পাকিস্তান। হেডেন এদিন ম্যাচের পর বলেন, 'অসাধারণ জয় পেয়েছি। আজকের রাত অত্যন্ত স্পেশ্যাল। কিছু বিষয় আমাদের কাজে লেগেছে। সবাই বাবর-রিজওয়ানের কথা বলছে, কিন্তু আমাদের বোলিং বিভাগও অবিশ্বাস্য কাজ করেছে। আকাশই হচ্ছে চূড়ান্ত। এই দু'জনই বছরের পর বছর এমন খেলে আসছে। আমি হ্যারিসের কথাও বলতে চাই। ও দারুণ করেছে। ও প্রতিটি জোরে বোলারকে নেটে উড়িয়ে দেয়। বোলারদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়। আমাদের কাছে শাহিনের মতো বোলার রয়েছে। ও যখন রিভার্স সুইং করায়, তখন ভয়ংকর হয়ে ওঠে। ওকে খেলা খুবই কঠিন। হ্যারিস ১৫০ কিমি বেগে বল করতে পারে। আমি চাইবে ফাইনালে ভারতের মুখোমুখি হতে। দৃশ্যপট হবে অকল্পনীয়।' গত ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধেই মেলবোর্নে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। বিরাট কোহলির ৫৩ বলে অবিশ্বাস্য ৮২ রানের ইনিংসে ভর করে ভারত রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল। সেই মেলবোর্নেই ১৩ নভেম্বর ফাইনাল। ভারত-পাকিস্তান মহারণের আশায় ফ্যানরা।