Shoaib Malik: ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে চুক্তিভঙ্গ! পাক নক্ষত্রকে নিয়ে পদ্মাপাড়ে মহাপ্রলয়
Shoaib Maliks Bangladesh Premier League contract terminated: পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিককে নিয়ে ঝড় উঠল পদ্মাপাড়ের দেশে। তাঁর নাকি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে চুক্তিভঙ্গ হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খবরের শিরোনামে আবারও শোয়েব মালিক (Shoaib Malik)। শুক্রবার অর্থাৎ আজ পাক নক্ষত্রকে নিয়ে পদ্মাপাড়ে ধেয়ে এল মহাপ্রলয়। বাংলাদেশের একাধিক মিডিয়ার রিপোর্ট, ম্যাচ ফিক্সিংয়ের (Match-fixing) অভিযোগে শোয়েবের সঙ্গে চুক্তিভঙ্গ করেছে তাঁর বাংলাদেশ প্রিমিয়র লিগের (Bangladesh Premier League, BPL) ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল (Fortune Barishal)! এই খবর নিয়েই ঝড় উঠে গেল। যদিও ফরচুন বরিশাল দলের মালিক মিজানুর রহমান ভিডিয়ো বিবৃতি দিয়ে জানিয়েছেন যে, এই অভিযোগ ভুয়ো। গুজব রটানো হচ্ছে শোয়েবের বিরুদ্ধে। এমনকী শোয়েবও নিজে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছেন। বিপিএলে, খুলনা রাইডার্সের (Khulna Riders) বিরুদ্ধে, এক ওভারে পরপর তিনটি নো-বল করার জন্য়ই শোয়েবকে তোলা হয়েছে আসামীর কাঠগড়ায়।
আরও পড়ুন: Sania Mirza: দর্পণে নিজেকে দেখে আজ কী উপলব্ধি হয়? ডিভোর্সের পর সানিয়ার যে পোস্টে খবর
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)