ওয়েব ডেস্ক : ২০১৭ সালের ICC চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে টিম তুলে নিতে পারে ভারত। BCCI থেকে এমনই ইঙ্গিত মিলেছে। তবে, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তারা। সম্প্রতি ICC-র ফিনান্স কমিটির বৈঠকে BCCI-কে না ডাকার জন্যই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভারতের এক বোলারকে নিয়ে দুঃস্বপ্ন দেখেন পন্টিং!


বিশ্ব ক্রিকেটের একপ্রকার নিয়ন্ত্রক ও নিয়ামকের ভূমিকাই পালন করে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড(BCCI)। তারপরও, ICC-র গর্ভানিং কাউন্সিলে তাদের জায়গা না হওয়ায় এবার নতুন করে ভাবনা শুরু করতে চলেছে  BCCI।


সংস্থার তরফে জানানো হয়েছে যদি, অবিলম্বে পরিস্থিতি না বদলায়, তাহলে ভবিষ্যতে নতুন করে ভাবনা চিন্তা শুরু করতে হবে BCCI-কে। এমনকী, সমান্তরাল একটি নিয়ামক ব্যবস্থাও চালু করা হতে পারে বলে জানানো হয়েছে সেখানে।