নিজস্ব প্রতিবেদন : ২০১৯ সালে 'মোহনবাগান রত্ন' সম্মানে সম্মানিত হচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং কেশব দত্ত। মোহনবাগান ক্লাবের ইতিহাসে এই প্রথমবার একসঙ্গে দুই ক্রীড়াবিদকে মোহনবাগান রত্নে সম্মানিত করা হচ্ছে। এবার থেকে প্রতি বছরই দুই ক্রীড়াবিদকে 'মোহনবাগান রত্ন' সম্মানে সম্মানিত করা হবে। একজন ফুটবলারের সঙ্গে অন্য কোনও বিভাগের ক্রীড়াবিদকে 'মোহনবাগান রত্ন' সম্মানে ভূষিত করা হবে। সবুজ-মেরুনের ঘরের ছেলে হিসেবে পরিচিত প্রসূন বন্দ্যোপাধ্যায় এই সম্মন পেয়ে আপ্লুত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




২০১৯ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে মোহনবাগান দিবসে সম্মানিত করা হবে টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ শামিকে। বর্ষসেরা যুব ফুটবলারের ট্রফি দেওয়া হবে প্রয়াত ফুটবলার পুঙ্গব কান্ননের নামে। একনজরে দেখে নেওয়া যাক ২৯ জুলাই, মোহনবাগান দিবসে কোন কোন ক্রীড়াবিদকে সম্মানিত করা হবে-


'মোহনবাগান রত্ন' : প্রসূন বন্দ্যোপাধ্যায়(ফুটবলার) এবং কেশব দত্ত(হকি অলিম্পিয়ান)
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড : অশোক চ্যাটার্জি
বর্ষসেরা ফুটবলার : অরিজিত্ বাগুই
বর্ষসেরা ক্রিকেটার : রাজকুমার পাল
বর্ষসেরা অ্যাথলিট : তাপস দে
বর্ষসেরা যুব দল : মোহনবাগান অনূর্ধ্ব-১৯ ফুটবল দল


২৯ জুলাই, মোহনবাগান দিবসে মঞ্চে চূনী গোস্বামী, ডঃ ভেজ পেজ, সৌরভ গাঙ্গুলি, প্রসেনজিত্ চ্যাটার্জি এবং দেবশঙ্কর হালদারের হাতে আজীবন সদস্যপদ তুলে দেওয়া হবে।


আরও পড়ুন - শতবর্ষে ইস্টবেঙ্গল দিবসে বিশ্বজুড়ে ২০০ দেশে একসঙ্গে উড়বে লাল-হলুদ পতাকা