নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেক করে ভারতের হয়ে জাত চিনিয়ে ছিলেন শুভমান গিল (Shubman Gill)। তাঁর ব্যাটিংয়ে মোহিত হয়েছিল বাইশ গজ। কিন্তু সেই গিল কেকেআরের (KKR) হয়ে আইপিএল খেলতে নেমে যেন কোথাও হারিয়ে গেলেন। ২১ বছরের প্রতিভাবান ব্যাটসম্যানের ব্যাট থেকে এখনও পর্যন্ত এসেছে ১৫, ৩৩, ২১, ০, ১১, ৯ ও ৪৩ রান। অথচ এই গিল গত মরসুমে কেকেআরের হয়ে ১৪ ম্যাচে করেছিলেন ৪৪০ রান। গিলের এই ফর্ম নিঃসন্দেহে ভাবার মতো। প্রাক্তন ব্রিটিশ মহাতারকা কেভিন পিটারসেন (Kevin Pietersen) বলে দিলেন কোথায় গিলের সমস্যা। কীভাবে গিল এগিয়ে যেতে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IPL 2021: পেশী আস্ফালন করছেন Gayle-Chahal, এক ছবিতেই পঞ্জাবের ভয়ঙ্কর ছোবল বেঙ্গালুরুকে!


গিলের ব্যাটিং খুব ভাল ভাবে পর্যালোচনা করেছেন পিটারসেন। তিনি বলছেন, "গিল কিন্তু প্লেয়ার হিসাবে অসাধারণ। আমার ভীষণ পছন্দের। সম্প্রতি ওকে আমি খুব কাছ থেকে দেখেছি। গিলকে ক্রিজে আরও একটু ব্যস্ত হতে হবে। ওকে দেখে খুব অলস মনে হয়। ও যদি এটা করতে পারে, তাহলে ও এগিয়ে যাবে। আসলে আমি ওর আউট হওয়াগুলো লক্ষ্য করে দেখেছি। ও খেলার গতির সঙ্গে একেবারেই বেমানান। ওকে আরও অনেক বেশি সক্রিয় হতে হবে ক্রিজে। ও লেগে যে বলগুলো মিস করছে সেগুলো আর করবে না তাহলে। আমি দেখতে চাই ও একটা উদ্দেশ্য নিয়ে ব্যাট করছে।" গিলকে নিয়ে কেকেআর ম্যানেজমেন্টেরও অনেক প্রত্যাশা। তাঁরাও মনে করেন যে, গিল নিশ্চই ফিরবে চেনা ছন্দে।