নিজস্ব প্রতিবেদন : আইএসএল-আই লিগ বিতর্ক নতুন মোড় নিল। ফেডারেশনের গুরুত্বপূর্ণ কার্যকরী কমিটির বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হল আইলিগের ক্লাব জোট। মোহনবাগান-ইস্টবেঙ্গল সহ আই লিগের ছয়টি ক্লাব চিঠি দিল প্রধানমন্ত্রীকে। গোটা বিষয়টিতে নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছে ক্লাবজোট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING




মঙ্গলবার বিকেলে দিল্লিতে বৈঠকে বসার কথা ফেডারেশনের কার্যকরী কমিটির। সেখানেই ফেডারেশনের মার্কেটিং পার্টনারের সঙ্গে চুক্তি মতো আইএসএলকে সিনিয়র মোস্ট লিগ হিসেবে ঘোষণা করার কথা। ফলে দেশের এক নম্বর লিগের তকমা হারাবে আই লিগ।


আরও পড়ুন- এক সপ্তাহের ভিতর আন্তর্জাতিক স্তরে জোড়া সোনা জিতলেন হিমা দাস


গত সপ্তাহে ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেলের সঙ্গে আলোচনায় বসেছিলেন আই লিগের ক্লাব কর্তারা।সেখানে সমস্যা সমাধানের জন্য একগুচ্ছ প্রস্তাব দেন প্রফুল্ল প্যাটেল। কিন্তু আই লিগ ক্লাবগুলো এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ বা ACL এর স্লট ছাড়তে রাজি নয়। আর তাতেই সমস্যা বেড়েছে। ইতিমধ্যেই আদালতে যাওয়ার রাস্তা খোলা রেখেছে আই লিগ ক্লাবগুলি। তাই ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকের আগে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সভাপতি প্রফুল্ল প্যাটেলকে চাপে ফেলে দিলেন আই লিগ ক্লাবজোট। নরেন্দ্র মোদীকে ভারতীয় ফুটবলে চলতে থাকা সমস্যার কথা তুলে ধরে তদন্ত কমিটি গড়ার দাবি জানিয়েছে আই লিগ ক্লাবজোট।