রোহিত ও ধাওয়ানের জুটি তাড়া করছে, সচিন ও সৌরভ জুটিকে
ওয়েব ডেস্ক: শিখর ধাওয়ান এবং রোহিত শর্মার ওপেনিং জুটি কিন্তু সফলভাবে এগিয়ে চলেছে। বৃহস্পতিবারও শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ১০০ রানের পার্টনারশিপ গড়েছেন দু'জনে। আর বৃহস্পতিবারের সেঞ্চুরির পার্টনারশিপের পর তাঁরা দু'জন চলে এলেন তালিকার তৃতীয় স্থানে। এই নিয়ে ৬৩টি ইনিংসে একসঙ্গে ওপেন করতে নেমে এটা হল ধাওয়ান এবং রোহিতের ১১ নম্বর সেঞ্চুরির পার্টনারশিপ।
আরও পড়ুন জানেন খেলা ছাড়ার পর কী করবেন মহেন্দ্র সিং ধোনি?
যদিও, তাঁদের আগে এখনও রয়েছে দুই ভারতীয় জুটি। তালিকার প্রথম স্থানে সৌরভ গাঙ্গুলি ও সচিন তেন্ডুলকর জুটি। তাঁরা ১০০ রানের পার্টনারশিপ গড়েছিলেন ২৬ বার। আর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বীরেন্দ্র সেহবাগ এবং সচিন তেন্ডুলকর জুটি। তাঁরা ২১ বার ১০০ রানের পার্টনারশিপ গড়েছিলেন। রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের এই জুটি যেমন ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে, তেমনই বিশ্বে তাঁরা রয়েছেন ১২ নম্বরে।