ওয়েব ডেস্ক: ডেভিস কাপে ভারতের আশা জিইয়ে রাখলেন সোমদেব দেববর্মন। পিছিয়ে থেকেও পাঁচ সেটের ম্যারথন ম্যাচে সোমদেব জয় ছিনিয়ে এনে সার্বিয়ার বিরুদ্ধে টাইয়ে সমতায় ফিরিয়ে আনলেন। সোমদেব জিতলেন ১-৬, ৬-৪,৪-৬,৬-৩,৬-২ দুসান লাকোভিচের বিরুদ্ধে। ওয়ার্ল্ড গ্রুপে ওঠার এই টাইয়ের ভাগ্য এখন শেষ ম্যাচে ইউকি ভামরি বনাম কারজিনোভিচের খেলায়। সোজা কথায় ভারতের ভাগ্য এখন সম্পূর্ণ নির্ভর করছে ইউকি ভামরির উপর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টাইয়ের প্রথম দিন প্রথম দুটো সিঙ্গলসেই হারের পর সবাই ধরেই নিয়েছিলেন এই টাইয়ে ভারত ধরাশায়ী হতে চলেছে। এমনকী ডাবলসে লিয়েন্ডার-বোপান্নারা ০-২ সেটে পিছিয়ে পড়েছিলেন। সেখান থেকে নাটকীয় জয় ছিনিয়ে আনেন লি-বোপান্নারা। লিয়েন্ডারদের সেই ফেলে আসা স্পিরিটটাই যেন আজ তাঁতিয়ে দিল সোমদেবকে। ১-২ সেটে পিছিয়ে পড়ার পর খোঁচা খাওয়া বাঘের মত  সোমদেব আক্রমণাত্মক টেনিস খেলে জয়ট ছিনিয়ে আনলেন।


এদিকে, রজার ফেডেরার তাঁর দেশ সুইজারল্যান্ডকে ২২ বছর পর ডেভিস কাপের ফাইনালে তুললেন। ফাইনালে সুইজাহরল্যান্ডের বিরুদ্ধে খেলবে ফ্রান্স।