নিজস্ব প্রতিবেদন: সুরেশ রায়নার (Suresh Raina) কাকিমা করোনাক্রান্ত (COVID-19)। ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি আছেন মীরাটের এক হাসপাতালে। ৬৫ বছর বয়সী আত্মীয়ের জন্য অবিলম্বে একটি অক্সিজেন সিলিন্ডারের অনুরোধ জানিয়ে টুইট করেছিলেন চেন্নাই সুপার কিংসের (CSK) বাঁ-হাতি তারকা ব্যাটসম্যান। তিনি টুইটে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ট্যাগ করেছিলেন। কিন্তু যোগী দেখার আগেই টুইট চোখে পড়ে যায় ভারতের 'রবিনহুড' সোনু সুদের (Sonu Sood)। রায়নার থেকে বিস্তারিত জেনে নিয়ে সোনু টুইট করেন, "১০ মিনিটে পাঠাচ্ছি ভাই!"







COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: COVID-19: ১৪ দিনের মধ্যে মা ও বোনকে হারালেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার


রায়নার অবসরের পর এই সোনুই ভারাক্রান্ত হৃদয়ে টুইট করেছিলেন। তিনি লিখেছিলেন, ক্রিকেট আর আগের মতো থাকবে না। আজ রায়নার ত্রাতা হয়ে মাঠে উত্তীর্ণ হলেন সোনু। দেশবাসী এখনই সোনুকে 'ভারতরত্ন' দেওয়ার দাবি জানাচ্ছেন। যেভাবে গতবছর থেকে তিনি সকলের পাশে সবসময় দাঁড়াচ্ছেন, তা প্রকাশের কোনও ভাষা নেই। করোনা মহামারিতে সাধারণ থেকে সেলেব, সকলেই দ্বারস্থ হয়েছেন সোনুর। সাধ্য মতো করে যাচ্ছেন বলিউডের অভিনেতা। সোনুকে প্রতিদিন কুর্নিশ জানাচ্ছে দেশবাসী। রায়নাও আজ সোনুকে স্যালুট করলেন এই সাহায্যের জন্য়।