সুখেন্দু সরকার


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাহাড়ে হারের বদলা ঘরের মাঠে নিল মোহনবাগান। আই লিগে ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচেও জয় পেল সবুজ মেরুন ব্রিগেড। কোচ খালিদ জামিল দ্বিতীয় ম্যাচেও জয় পেলেন ।  আই লিগের ফিরতি ডার্বির আগে সনি র গোলে যুব ভারতী তে নেরোকা বধ বাগানের। শুরুতেই ৬ মিনিটে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি মোহনবাগান। ২৬ মিনিটে নেরোকার সুভাষ সিং এর শট দুরন্ত সেভ করে বাগানকে নিশ্চিত বাঁচান শিল্টন পাল। 


আরও পড়ুন-  একই দিনে দুই স্টেডিয়ামের উদ্ধোধন করলেন মুখ্যমন্ত্রী


আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। বাগান রক্ষণ কে ব্যস্ত রেখে  অনেক বেশি সুযোগ তৈরি করে নেরোকা। কিন্তু কাঙ্ক্ষিত গোল আসেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে। দ্বিতীয়ার্ধে কাটসুমির মুখে মেরেও অবশ্য পার পেয়ে যান শিলটন। রেফারি  র দৃষ্টি এড়িয়ে যায়। তবে ম্যাচ কমিশনার-এর রিপোর্টে বিপদে পড়ে যেতে পারেন শিল্টন।


আরও পড়ুন-  ২০১৯ আইপিএল থেকে বাদ পাণ্ডিয়া! সমর্থকদের গণদাবিতে চাপ বাড়ছে মুম্বইয়ে


ওমর কে তুলে হেনরিকে নামিয়েও খুব একটা সুবিধে করতে পারেনি মোহনবাগান।  কিন্তু ৭৭ মিনিটে একক প্রচেষ্টায় মাঝ মাঠ থেকে টেনে নিয়ে গিয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল সনি নর্দের। কিছুক্ষন পরেই আবার গোল করার সুযোগ চলে আসে সনির সামনে।  একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হন তিনি।  জাপানি তারকা কাটসুমি (দীর্ঘদিন মোহনবাগান ক্লাবে খেলেছেন) বার বার সোলো রানে মোহনবাগানকে বিপদে ফেলে দেন। শেষ পর্যন্ত স্কোরলাইন অপরিবর্তিত থাকে। নেরোকাকে ১-০ গোলে হারিয়ে জয় পেল মোহনবাগান। নতুন কোচের অধীনে টানা দ্বিতীয় জয় পেল সবুজ মেরুন। এই জয়ের ফলে ১৩ ম্যাচ শেষে ২১ পয়েন্ট হল  বাগানের।