Sourav Ganguly and Mahendra Singh Dhoni: বাইশ গজের বাইরে ফের দাদা-মাহির সাক্ষাৎ, ছবি ভাইরাল
২০০৪ সালের ২৩ ডিসেম্বর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অভিষেক ঘটেছিল। সৌরভের অধিনায়কত্বে বড় সুযোগ পেয়েছিলেন মাহি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার দেখা হয়ে গেল ওঁদের। একজন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আর একজন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ভারতীয় ক্রিকেটের দুই সেরা অধিনায়ক ফের একবার ধরা দিলেন একফ্রেমে। একজন টিম ইন্ডিয়ার (Team India) বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর রানার্স অধিনায়ক। দু'জন একসঙ্গে কিছুটা সময় কাটান। সেই ছবিগুলো এই মুহূর্তে ভাইরাল।
কিন্তু কোথায় ও কীভাবে দুই অধিনায়কের সাক্ষাৎ হল? এই মুহূর্তে দাদা ও 'ক্যাপ্টেন কুল' দু'জনেই রয়েছেন মুম্বইতে (Mumbai)। ফিল্ম সিটিতে বিজ্ঞাপনের (Advertisement) শুটিংয়ে ব্যস্ত ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা। তবে একসঙ্গে কিন্তু ওঁরা কোনও বিজ্ঞাপন করছেন না। শুধু পুরনো সম্পর্কের জেরে দু'জনের সৌজন্য সাক্ষাৎ হল।
সৌরভের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য এই মূল্যবান ছবি ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, 'যখন কাপ্তানের দেখা ক্যাপ্টেনের সঙ্গে। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, লেজেন্ডস এবং ওয়ার্কমোড।' এরপর জি ২৪ ঘণ্টাকে টেলিফোনে তানিয়া বলেন, "দাদা ও ধোনি, দু'জন ফিল্ম সিটির আলাদা ফ্লোরে শুট করছে। ধোনি যখন জানতে পারল যে, দাদা এখানে আছে তখন দেখা করার ইচ্ছাপ্রকাশ করে। সেটা জানতে পেরে দাদা-ই ওর কাছে চলে গিয়েছিল। কারণ দাদা-র শুট আগে শেষ হয়ে যায়।"
আরও পড়ুন: Exclusive, Joginder Sharma: শেষ ওভারে বল করার আগে ধোনি কী বলেছিলেন? অবসর নিয়ে ফাঁস করলেন যোগিন্দর
২০০৪ সালের ২৩ ডিসেম্বর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অভিষেক ঘটেছিল। সৌরভের অধিনায়কত্বে বড় সুযোগ পেয়েছিলেন মাহি। কেরিয়ারের প্রথম চারটি ম্যাচে রান না পেলেও, নিজের পঞ্চম একদিনের ম্যাচে নিজের আসল চেহরা সবার সামনে নিয়ে আসেন ধোনি। পাকিস্তানের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমে করেছিলেন ১২৩ বলে ১৪৮ রান। সেই 'মাহি মার রাহা হ্যায়' মেজাজে শতরানের পর থেকে ধোনিকে আর ফিরে তাকাতে হয়নি।
এদিকে আবার সৌরভের বায়োপিককে ঘিরে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই ধোনির বায়োপিক সবার সামনে চলে এসেছে। প্রয়াত সুশান্ত সিং রাজপুত মাতিয়ে দিয়েছিলেন 'ক্যাপ্টেন কুল'-এর চরিত্রে। এবার 'দাদা'-র বায়োপিকে কে মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন সেটাই দেখার। সেটা নিয়েও দু'জনের মধ্যে আলোচনা হল? সেটা অবশ্য জানা যায়নি।