জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: প্রতি বছর ৮ জুলাই যেমন তাঁর কাছে কাছের, ঠিক তেমনই ২০০২ সালের ১৩ জুলাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জীবনের সঙ্গে জড়িয়ে আছে। আসলে সেই দিনেই নাসের হুসেন (Nasser Hussain),অ্যান্ড্রু ফ্লিনটফদের (Andrew Flintoff) গরিমা চুরামার করে ন্যাটওয়েস্ট ট্রফি (NatWest Series 2022) জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। ঠিক ২০ বছর আগে ৩২৫ রান তাড়া করে জিতেছিল ভারতীয় দল। সেই ঐতিহাসিক জয়ের পরেই লর্ডসের ব্যালকনিতে (Lords Balcony) জার্সি খুলে উড়িয়ে ছিলেন মহারাজ। জন্মদিনের অর্ধ শতরান করার আগে সেই ঐতিহ্যবাহী লর্ডসের ব্যালকনিতে আবার পা রাখলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কাছের মানুষদের সঙ্গে দেদার ছবি তুললেন।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নামের সঙ্গেই তো 'মহারাজ' শব্দ জুড়ে আছে। তাই তাঁর জন্মদিন তো রাজকীয় ভাবে পালিত হবেই। প্রি-বার্থ ডে সেলিব্রেশনের ডেসিবেল আরও বাড়িয়ে দিয়েছিলেন দীর্ঘ সময়ের ওপেনিং পার্টনার সচিন তেন্ডুলকর। ছিলেন অঞ্জলিও। 



এই মুহূর্তে লন্ডনে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর কয়েক ঘন্টা পরেই বাঙালির গর্বের ৮ জুলাই। এর আগে জাঁকজমক ভাবে বিসিসিআই সভাপতির জন্মদিনের হাফ সেঞ্চুরি সাড়ম্বরে পালন করা হল।


বৃহস্পতিবার মধ্যরাত পেরতেই সৌরভের পঞ্চাশতম জন্মদিন পালিত হবে। সেই অনুষ্ঠানের জন্য লন্ডনে হাজির হয়ে গিয়েছেন সৌরভের বন্ধুবান্ধবরা। রয়েছেন স্ত্রী ডোনা ও কন্যা সানাও। আপাতত শুধু কিছু মুহূর্তের অপেক্ষা। 


আরও পড়ুন: Sourav Ganguly Birthday, Sourav Ganguly At 50: মহারাজকীয় প্রি-বার্থ ডে সেলিব্রেশনে আবার সচিন-সৌরভ জুটি, ছবিতে দেখুন


আরও পড়ুন: Sourav Ganguly Birthday, Sourav Ganguly At 50: কোন ভূমিকায় সবচেয়ে সফল ওঁর 'দাদি'? জানালেন সচিন তেন্ডুলকর


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)