সুখেন্দু সরকার


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ভরা বর্ষাতে খুঁটি পুজোর হাত ধরে বাঙালির শারোদৎসবের কাউন্ট-ডাউন শুরু। রথের দড়িতে টান পড়তেই পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে খুঁটি পুজো। আসলে রথযাত্রা মানেই আগমনীর বার্তা আকাশে বাতাসে। বাঙালির দিন গোনা শুরু৷ রীতি মেনে শহর কলকাতার পাশাপাশি গ্রাম বাংলাতেও শুরু হয়ে গিয়েছে খুঁটি পুজো। শুধু কি এ বঙ্গে ! দেশ ছাড়িয়ে সাগর পাড়েও খুঁটি পুজোর উত্সব। বিলেতে বাঙালি মেতে উঠলেন খুঁটি পুজোয়, যা আবার সৌরভে সুরভিত।


ছবিতে দেখুন - আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পিকে


বুধবার অক্সফোর্ডের বাঙালিরা মেতে উঠলেন লন্ডন শারদ উত্সবের খুঁটি পুজোয়। এবার লন্ডন শারদ উত্সব দশ বছরে পা দিল। এই দশম বর্য পূর্তিকে স্মরণীয় করে রাখলেন বিলেতের বাঙালিরা। তাঁদের খুটিপুজোয় পেয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না বলছিলেন তথ্য প্রযুক্তি কর্মী সমবৃতা দাস। এক দশক হয়ে গেল লন্ডনে রয়েছেন তিনি। কিন্তু এভাবে সৌরভকে খুঁটি পুজোয় পেয়ে যাবেন ভাবতে পারেননি তাঁরা। আসলে মহারাজ এখন ইংল্যান্ডেই রয়েছেন। ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন সৌরভ। বৃহস্পতিবার থেকে লর্ডস টেস্ট শুরুর আগে বুধবার তাই বিদেশে খুঁটিপুজোয় হাজির হয়েছিলেন মহারাজ। এমনিতে বেহালায় নিজের পাড়ার পুজোয় মহারাজ মেতে ওঠেন। শহরে খুঁটি পুজোয় তেমন দেখা মেলে না, তবে বিতেলের বাঙালিদের ভাগ্যবান বলতে হয়!



শুধু সৌরভ গাঙ্গুলি নয়, লন্ডন শারদ উত্সবের খুঁটি পুজোয় হাজির আর এক বাঙালী। তিনিও ক্রীড়া জগতের। প্রাক্তন ফুটবলার তথা বিধায়ক দীপেন্দু বিশ্বাস। বুধবার সৌরভ-দীপেন্দু মিলে অক্সফোর্ড সিটিতে কলা গাছে জল দিয়ে লন্ডন শারদ উত্সবের সূচনা করলেন। ২০০৮ সালে লন্ডনের সমমনস্ক বাঙালিরা এই দূর্গাপুজোর সূচনা করেন। কথা গুলো বলতে গিয়ে বেশ আবেগপ্রবণ দেখাল লন্ডন শারদ উত্সবের প্রথম সভাপতি সুরঞ্জন সোমকে। শুধু দুর্গাপূজা নয়, লন্ডনে বাঙালিদের মধ্যে আবার ফুটবল নিয়েও লড়াই রয়েছে। ইস্টবেঙ্গল-মোহনবাগান ফ্যান ক্লাব গড়ে তুলেছেন সকলে মিলে। আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্ট।