জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১০ বছর পর বর্ডার-গাভাসকর (BGT 2024-2025) ট্রফি হাতছাড়া ভারতের! অধরা জয়ের হ্যাটট্রিক। সিডনি টেস্ট ৬ উইকেটে জিতে অস্ট্রেলিয়া ৩-২ সিরিজ জিতে নিয়েছে। যার অর্থ এক দশক টিম ইন্ডিয়ার দখলে থাকার পর অস্ট্রেলিয়ায় ফিরছে ট্রফি। ভারতের জন্য আরও বড় ধাক্কা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা পুরোপুরি শেষ হয়ে যাওয়া। প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ভারতকে ছাড়া। কেন টিম ইন্ডিয়া হারল বর্ডার-গাভাসকর ট্রফি? অজিভূমে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে রবিবার দুপুরে মিডিয়া ফুটবল টুর্নামেন্টে পাওয়া গিয়েছিল মহারাজকে। সাংবাদিক-ফুটবলারদের উৎসাহ দেওয়ার পাশাপাশি নিজেও জালে বল পাঠিয়েছেন সৌরভ। আর তিনি কোনও অনুষ্ঠানে থাকা মানেই, ক্রিকেট নিয়ে অবধারিত ভাবে কথা হবে। এদিন সাংবাদিকদের প্রশ্নে উঠে এসেছিল গৌতম গম্ভীরের কোচিং থেকে বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রসঙ্গও। 


আরও পড়ুন: 'দেখব, এই দলের ক'জন পরের রাউন্ডের রঞ্জি খেলছে'! গম্ভীরকে চরম কটাক্ষ গাভাসকরের



(ফুটবলে মাতলেন সৌরভ, ভোলেননি প্রাণের এই খেলাও)



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)