নিজস্ব প্রতিবেদন: ১৯৮৩ সালের ২৫ জুন। ভারতীয় ক্রিকেট ইতিহাসের 'রেড লেটার ডে'। দেশের কোনও ক্রিকেট অনুরাগীর পক্ষেই এই তারিখ ভুলে যাওয়া সম্ভব নয়। পরাক্রমশালী ভয়ঙ্কর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ (1983 World Cup) জিতে বাইশ গজকে চমকে দিয়েছিল কপিল দেবের (Kapil Dev) ভারত। লর্ডসে কপিল অ্যান্ড কোংয়ের হাতে উঠেছিল ট্রফি। দেখতে দেখতে ৩৯ বছর পার হয়ে গেল। নস্ট্যালজিয়ায় ডুব দিয়েছে ভারতীয় ক্রীড়া অনুরাগীরা। ব্যতিক্রম নন বিসিসিআই সভাপতি ও ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার সকালে সৌরভ এক অনুষ্ঠানে হাজির ছিলেন। যেখানে তাঁর প্রাক জন্মদিন উদযাপন করা হয়। সৌরভ এদিন বলেন, "৮৩-র বিশ্বকাপ জয় অবিস্মরণীয়। কিছু দিন আগেই কপিল দেবের সঙ্গে দেখা হয়েছিল। ওনাকে বলি যে, ৮৩-র বিশ্বকাপের জন্যই ভারতের তরুণরা খেলা ধরে।" আসন্ন ইংল্যান্ড টেস্টেও ভারত ভাল করবে বলে মনে করছেন সৌরভ। করোনার জন্য গত মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হয়ে যায়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল কোহলির ভারত। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম তথা শেষ টেস্ট ছিল ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে।



বাতিল হওয়া ম্যাঞ্চেস্টার টেস্ট  ১-৫ জুলাই হবে বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে। সৌরভ বলছেন, "ভারত ভাল খেলবে।" টেস্টের পরেই ভারত-ইংল্যান্ড সীমিত ওভারের ক্রিকেটে ডজন ম্যাচ খেলবে। হবে তিনটি টি-২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ। খেলা শুরু টেস্ট শেষ হওয়ার ঠিক দু'দিন পর ৭ জুলাই থেকে। আগামী ২৪-২৭ জুলাই লেস্টারশায়ারের বিরুদ্ধে ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে। ভারত-ইংল্যান্ড যখন টেস্ট খেলবে সৌরভ তখন লন্ডনে থাকবেন।পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি খেলাও দেখবেন তিনি। এমনটাই জানিয়েছেন 'মহারাজ'। তবে জন্মদিন নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন তিনি।


আরও পড়ুন: কাদের সঙ্গে কথা বলে এটিকে মোহনবাগানে এলেন? জানালেন পল পগবার দাদা ফ্লোরেনটাইন


আরও পড়ুনSri Lanka: গ্যালারিতে অস্ট্রেলিয়া...অস্ট্রেলিয়া... শব্দব্রহ্ম! অভাবনীয় ঘটনায় হতবাক ম্যাক্সওয়েল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)