Sourav Ganguly On India`s T20 World Cup Squad: রিঙ্কুকে ভেঙে না পড়ার পরামর্শই সৌরভের, বলছেন বিশ্বকাপ দেখবে রোহিতদের আগুন
Sourav Ganguly On India`s T20 World Cup Squad: আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারত দুরন্ত পারফর্ম করবে। আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সাফ বললেন দারুণ টিম হয়েছে এবার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বাইপাসের ধারের এক পাঁচতারা হোটেলে, শুক্র সন্ধ্য়ায় ট্রফি উন্মোচন হল বেঙ্গল প্রো টি-২০ লিগ চ্য়াম্পিয়ন্স ট্রফির (Bengal Pro T20 League Champions Trophy)। অনুষ্ঠানে ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় (Snehasish Ganguly), ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly) ও কিংবদন্তি বোলার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। অনুষ্ঠান শেষ হওয়ার পর সৌরভ যখন বেরিয়ে আসছিলেন, তখন দিল্লি ক্য়াপিটালসের (Delhi Capitals) ডিরেক্টর অফ ক্রিকেট বাংলার সাংবাদিকরা ছেঁকে ধরেছিলেন। সৌরভের জন্য় একেবারে প্রশ্ন সাজানোই ছিল। কারণ আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) দল ঘোষণা হয়ে গিয়েছে। ফলে প্রশ্নমালা তৈরিই ছিল। সৌরভকে করা প্রশ্নের নির্বাচিত অংশই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রো টি-২০ লিগ বাংলার প্লেয়ারদের কতটা সাহায্য় করবে?
'বেঙ্গল প্রো টি-২০ লিগ খেলে বাংলার প্লেয়াররা প্রচুর লাভবান হবে। টি-২০ ক্রিকেট এখন ক্রিকেটের অন্য়তম গুরুত্বপূর্ণ ফরম্য়াট। এখানে খেলাটাই গুরুত্বপূর্ণ। প্রতি রাজ্য়েই এরকম লিগ হচ্ছে। দেখতে গেলে বাংলায় পাঁচ-ছয় বছর পর শুরু হল। আগামী তিন-চার বছরে বাংলার প্রচুর প্লেয়ার আইপিএল খেলেব।'
সৌরভের মতে টি-২০ বিশ্বকাপে কেমন হয়েছে ভারতের দল!
'আমার দেখা অন্য়তম সুন্দর দল। তার মানে এই বলছি না যে, বাকি দল সুন্দর ছিল না। আমার মনে হয় রোহিত শর্মা ও নির্বাচকরা দারুণ কাজ করেছে। বিশ্বকাপে ভারতের দল স্ট্রং অ্য়ান্ড সলিড। পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ভারত টুর্নামেন্টের সেরা দল ছিল। আমি নিশ্চিত রোহিতরা ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় ঠিক একই পারফরম্য়ান্স করবে। আমার একটাই পরামর্শ- ভারত গিয়ে একেবারে ফ্রি ক্রিকেট খেলুক, চালিয়ে খেলুক। ভারত খুব ভালো পারফর্ম করবে বিশ্বকাপে। সকলকে আমার শুভেচ্ছা।'
রিঙ্কু সিংয়ের ১৫ সদস্য়ের দলে সুযোগ পাননি, রয়েছেন স্ট্য়ান্ড-বাইতে, কী বলবেন সৌরভ?
'দেখুন রিঙ্কু সবে ওর কেরিয়ার শুরু করেছে। আগামী দিনে দেশের হয়ে প্রচুর ম্য়াচ খেলবে। অতিরিক্ত স্পিনারের জন্য়ই ওর জায়গা হয়নি দলে। তবে ও স্ট্যান্ড-বাইতে আছে। ফিঙ্গার ক্রসড। ওর একদমই হতাশ হওয়া উচিত নয়।'
বিশ্বকাপের দল হয়েছে চার স্পিনার নিয়ে, সৌরভ কীভাবে দেখছেন?
'একদম ঠিক আছে। ওয়েস্ট ইন্ডিজে স্পিন সহায়ক মন্থর পিচ পাবে ভারত। ওখানে মাঠও অনেক বড়। ফলে স্পিনাররা কাজে আসবে।'
প্রথম একাদশে সৌরভ এখন কাদের দেখছেন?
'সত্য়ি বলতে আমি এখনও ভেবে দেখিনি। দেখুন ১৫ জনের প্রত্য়েকেই প্রথম একাদশে খেলার যোগ্য়। রাহুল-রোহিত মিলে সেরা একাদশই বেছে নেবে।
ঋষভ পন্থ ও সঞ্জু স্য়ামসনকে দলে রাখার প্রসঙ্গে সৌরভ:
'ঋষভ দারুণ প্লেয়ার। তবে আমি খুব খুশি সঞ্জুকে দলে দেখে। আর এই দলে দারুণ ম্য়াচ উইনাররা আছে। কোহলি থেকে শুরু করে রোহিত, ঋষভ-সঞ্জু।
সম্প্রতি কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রচুর কথা হয়েছে, কী বলবেন সৌরভ?
'বিরাট গ্রেট প্লেয়ার, বিশ্বকাপে দারুণই খেলবে ও'
সৌরভের কথাতেই সাফ বোঝা যাচ্ছে যে, তিনি বিশ্বকাপের দল নিয়ে ভীষণই খুশি। সৌরভ মনে করছেন যে, ভারত ফের আগুন জ্বালাবে।
আরও পড়ুন: India's T20 World Cup Squad: বিশ্বযুদ্ধের আগুনে স্কোয়াড ভারতের, দল নির্বাচনে পরতে পরতে চমক!
ভারতের ১৫ সদস্য়ের দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্য়ামসন (উইকেটকিপার), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্য়াটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ
রিজার্ভ: শুভমন গিল, রিঙ্কু সিং, খালিল আহমেদ ও আবেশ খান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)