Sourav Ganguly | Rishabh Pant: ঋষভহীন দিল্লি! মসনদে কী ওয়ার্নার? ডিরেক্টর অফ ক্রিকেট যা বললেন...
Sourav Ganguly On Rishabh Pant`s absence in IPL 2023: চোটের জন্য ঋষভ পন্থ খেলতে পারবেন না আইপিএল। আসন্ন ক্রোড়পতি লিগে ফের দিল্লিতে সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক এবার দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট। সৌরভ কথা বললেন ঋষভের অনুপস্থিতি নিয়ে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৩০ ডিসেম্বর ভোর রাতে ঋষভ পন্থ (Rishabh Pant) ভয়ংকর গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিলেন। পাঁচদিন দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসা চলেছিল তাঁর। টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটারকে এখন মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি তিনি। হাঁটুতে অস্ত্রোপচারও হয়েছে ঋষভের। ফলে ঋষভের পক্ষে কোনও মতেই আসন্ন আইপিএলে (IPL 2023) খেলা সম্ভব নয়। এমনকী তিনি ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপেও খেলবেন কি না, তা নিয়ে রয়েছে ঘোর সংশয়। আইপিএল ফিফটিনে ফের দিল্লি ক্যপিটালসে (Delhi Capitals) ফিরেছেন প্রাক্তন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দলের ডিরেক্টর অফ ক্রিকেট হয়েছেন সৌরভ। ভারতের প্রাক্তন অধিনায়ক এখন কলকাতাতেই আছেন। তিনি ইডেন গার্ডেন্স পরিদর্শনে এসেছিলেন ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে। সেখানেই কথা বলেন ঋষভকে নিয়ে।
সৌরভ বলেন, 'ঋষভকে আমরা আইপিএলে পাচ্ছি না। ওর সেরে উঠতে সময় লাগবে। দুর্ঘটনা ঘটেছে। এখানে আমাদের কিছু করার নেই। ওর বয়স সবে তেইশ। ও প্রচুর সময় পাবে। আমি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগাযোগে রয়েছি। দারুণ আইপিএল হবে। দিল্লি ক্যাপিটালসও ভালো করবে। ঋষভের চোট অবশ্যই দলে প্রভাব ফেলবে।' ঋষভের না থাকাটা নিঃসন্দেহে বড় ধাক্কা দিল্লির কাছে। তবে টিমের অন্দরমহলের যা খবর, তাতে করে মনে করা হচ্ছে যে, দিল্লি ম্যানেজমেন্ট বিকল্প অধিনায়ক বেছে নিয়েছে। শুধু অধিনায়কই নয়, দিল্লি বেছে নিয়েছে উইকেটকিপারও। অস্ট্রেলিয়ার স্টার অলরাউন্ডার ডেভিড ওয়ার্নার হতে পারেন দিল্লির অধিনায়ক। অন্য়দিকে সরফরাজ খান সামলাবেন উইকেট। তবে পুরোটাই এখন আলোচনার পর্যায়। হেড কোচ রিকি পন্টিং এবং সদ্যনিযুক্ত ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভের সিলমোহরের অপেক্ষায় দিল্লি ম্য়ানেজমেন্ট।
আরও পড়ুন: বুমরাকে নিয়ে ঘোর অনিশ্চয়তা! এবার বড় কথা বলে দিলেন সৌরভ
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে কিছুদিন আগে এক রিপোর্ট প্রকাশ করেছিল ঋষভের বদলির ইস্যুতে।এক সূত্রকে উদ্ধৃত করা হয় সেখানে। সেই সূত্র বলেছিলেন, 'ঋষভ পন্থ মিডল অর্ডারের প্রধান ভরসা। ডেভিড ওয়ার্নারের অভিজ্ঞতা রয়েছে আইপিএল দলকে নেতৃত্ব দেওয়ার। ম্যানেজমেন্ট ওর সঙ্গে কথা বলবে। মিডল অর্ডারে এখন প্রভাবশালী একজন ব্য়াটারের প্রয়োজন। সরফরাজ খানকে বলা হবে উইকেটকিপিং করতে। যদি দলের কম্বিনেশন সেটার দাবি করে। যদিও দিল্লি একজন ভারতীয় উইকেটকিপার ও শক্তিশালী ব্যাটারের খোঁজ করবে। ' ২০১৬ সালে ওয়ার্নারের নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল চ্যাম্পিয়ন হয়। ওয়ার্নারের অভিজ্ঞতা প্রশ্নাতীত। দেখা যাক এবার ওয়ার্নার কতদূর নিয়ে যেতে পারেন তাঁর পুরনো দলকে!