নিজস্ব প্রতিবেদন : বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির মাস্টারস্ট্রোক! ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে আরও একটি দেশকে নিয়ে শুরু হতে চলেছে চারদলীয় সুপার সিরিজ। ২০২১ সাল থেকেই শুরু হবে এই টুর্নামেন্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সৌরভ গাঙ্গুলি জানান, "ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে আরও একটি দেশকে নিয়ে শুরু হবে সুপার সিরিজ। ২০২১ সাল থেকে চালু হবে এই টুর্নামেন্ট। প্রথম বছর ভারতে হবে। প্রতি বছর হবে এই টুর্নামেন্ট। রোটেশন পদ্ধতিতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলিতে। হবে।"


সুপার সিরিজ আয়োজনের জন্য ইতিমধ্যেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাও বলেছেন BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলি। মিলেছে সবুজ সংকেতও।  খেলা হবে পঞ্চাশ ওভারের ফরম্যাটেই। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ছাড়া আর কোন দেশ এই টুর্নামেন্টে খেলবে তা এখনও চূড়ান্ত হয়নি। ওয়েস্ট ইন্ডিজ কিংবা দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি দেশ হতে পারে।


আরও পড়ুন - Round Up 2019: তিন ফরম্যাট মিলিয়ে সর্বাধিক রানের মালিক হিসাবে বছর শেষ করলেন কিং কোহলি