নিজস্ব প্রতিবেদন: এ ছিল জুটিতে লুটি। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল জুটি সৌরভ গাঙ্গুলি এবং সচিন তেন্ডুলকর। দুজনে মিলে ১৩৬টি ইনিংসে ওপেনিং-এ নেমে ৬৬০৯ রান করেছেন।  সেই রেকর্ড এখনও অক্ষত রয়েছে। সেই ওপেনিং জুটির সাফল্যের রসায়নের মাঝেই লুকিয়ে ছিল মজার নানা গল্প।  এমনই একটা মজার গল্প বললেন সৌরভ গাঙ্গুলি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিসিসিআই-এর টুইটার হ্যান্ডেল-এ মায়াঙ্ক আগরওয়ালকে একটি সাক্ষাত্কার দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সেখানেই নানা প্রশ্নের উত্তরে সেই মজার গল্পটি বলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। কখনও কোনও ম্যাচে প্রথম বলে স্ট্রাইক নিতেন না সচিন, প্রতিবারই জোর করতেন সৌরভকে।



সৌরভ গাঙ্গুলি বলেন, "সবসময় সে (সচিন) আমাকে প্রথম বল খেলতে বাধ্য করত। আমি মাঝে মাঝে তাকে বলতাম, তোমারও তো প্রথম বলে স্ট্রাইক নেওয়া উচিত! এর জন্য দুটো উত্তর রেডি থাকত। ফর্ম যখন ভালো তখন নন স্ট্রাইকে থেকেই চালিয়ে যাওয়া উচিত, আবার ফর্ম যখন ভালো নেই ,তখন বলতো আমার নন-স্ট্রাইকে থাকা উচিত! তাতে চাপটা সরে যায়। ভালো-মন্দ দু'রকমের ফর্মের জন্যই তার উত্তর তৈরি ছিল। "


 


আরও পড়ুন - এই 'রোগের' কোনও চিকিত্সা নেই! আফ্রিদিকে 'ভারতবিরোধী স্লোগান' নিয়ে সবক শেখালেন প্রাক্তন ভারতীয় ওপেনার