ওয়েব ডেস্ক: ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ কী হওয়া উচিত? তাঁকে এমনটাই প্রশ্ন করেছিলেন সাংবাদিক। কিন্তু, তিনিও প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। শুধু তাই নয়, দেশের এবং বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক। তিনি যেভাবে স্টেপ আউট করে স্পিনারদের ছক্কা মারতেন, এদিনও এমনই মারলেন যেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রস টেলরের সবথেকে রসালো তথ্য!


সৌরভ বলেন, 'দুই দেশের মানুষ সবসময় চান ভারত, পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলা হোক। আমরা ভারতীয়রা তো সবসময় সেটাই চাই। কিন্তু পাকিস্তানও যদি চায় যে, ওরা আমাদের সঙ্গে ক্রিকেট খেলবে, তাহলে সবার আগে ওদের সীমান্তে সন্ত্রাস বন্ধ করতে হবে। ওরা সীমান্তে সন্ত্রাসও চালিয়ে যাবে, ক্রিকেটও হবে, এমনটা কখনও নয়। পাকিস্তান সীমান্তে সন্ত্রাস বন্ধ না করলে, ক্রিকেট নয়। প্রশ্নই নেই।' বিসিসিআই কর্তা অনুরাগ ঠাকুরেরই কথা যেন সৌরভের গলায়।


আরও পড়ুন  সীমান্তে যুদ্ধের আবহ, এরই মাঝে সন্দেহজনক পায়রার গতিবিধি!