নিজস্ব প্রতিবেদন : এবার কোভিড যোদ্ধাদের উদ্বুদ্ধ করতে আসরে নামলেন মহারাজ। করোনা এবং আমফান মোকাবিলায় আগেই আসরে নেমেছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লকডাউন চলাকালীন গরীব ও দুঃস্থদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশেও দাঁড়িয়েছেন মহারাজ। এবার করোনাভাইরাস প্রতিরোধে সামিল যোদ্ধাদের উদ্বুদ্ধ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। কোভিড যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে তাঁদের হাতে তুলে দিলেন উপহার।



অতিমারি ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে যাঁরা প্রতিদিন লড়ছেন তাদের কুর্নিশ জানাল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন। শুক্রবার সামাজিক দূরত্ব মেনেই কয়েকজন ডাক্তার, নার্সসহ একা সমাজবন্ধুর হাতে উপহার তুলে দেন স্বয়ং সৌরভ।


লকডাউন চলাকালীন প্রতিদিন ২৪ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে স্যানিটাইজ করেছিলেন সেই সমাজবন্ধু। এদের সঙ্গে একজন সমাজসেবিকার হাতেও উপহার তুলে দেন বিসিসিআই সভাপতি। লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিকদের খাদ্য জোগানে সাহায্য করেছিলেন সেই সমাজসেবিকা। লকডাউনের মধ্যে প্রতিদিন ১০০ জনের মুখে অন্ন তুলে দেওয়া দুই সমাজসেবকের হাতেও উপহার তুলে দেন সৌরভ গাঙ্গুলি।



আরও পড়ুন -চাহলের খুনসুটি, রোহিত শর্মা হয়ে গেলেন রোহিতা শর্মা