জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy, BGT 2023) রোহিত শর্মার (Rohit Sharma) ভারত ২-০ এগিয়ে ট্রফি ধরে রেখেছে। নাগপুরে প্রথম ম্যাচে ভারত ইনিংস ও ১৩২ রানে জিতেছিল। দ্বিতীয় টেস্টে দেশের রাজধানীতেও জয়ধ্বজা উড়িয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা অ্যান্ড কোং দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্যাট কামিন্সদের (Pat Cummins) হারিয়েছে ৬ উইকেটে। আগামী পয়লা মার্চ থেকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ৯ মার্চ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট। ইতিমধ্যেই চার ম্যাচের টেস্ট সিরিজ ভারত ২-০ জিতে ট্রফি ধরে রেখেছে। এবার রোহিতরা অজিদের হোয়াইটওয়াশ করবেন। এমনই ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন বিসিসিআই (BCCI) সভাপতি ও অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সৌরভ এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'আমি তো দেখতে পাচ্ছি যে, ৪-০ হবে। ভারতকে হারানো কঠিন হবে অস্ট্রেলিয়ার জন্য়। এই পরিবেশে আমরা অস্ট্রেলিয়ার থেকে অনেক এগিয়ে থাকা দল।' ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও সৌরভের সুরেই গলা মিলিয়েছেন। শাস্ত্রী বলেন, '৪-০ জয়ে ভারত প্রতিপক্ষকে মানসিক ভাবে বড় ধাক্কা দিতে পারবে। প্রভাব পড়বে। অস্ট্রেলিয়ার ফাস্টবোলারদের অনেকেই আহত। মানসিক ভাবে ভারত যে জায়গায় আছে, তাতে করে ভারতের এই বিশ্বাস আছে যে, তারা অস্ট্রেলিয়ার থেকে এগিয়েই থাকবে।' শাস্ত্রীর মতে অস্ট্রেলিয়া নিজেদের বিশ্বাসটাই হারিয়ে ফেলেছে যে, তারা প্রতিরোধ গড়ে তুলতে পারে।


আরও পড়ুনSourav Ganguly | Shoaib Malik: 'তোর খুব তেজ, তোকে আমি ছাড়ব না, তুই একবার বাইরে আয়'!


অন্যদিকে মায়ের অসুস্থতার জন্য প্যাট কামিন্স দেশে ফিরে গিয়েছিলেন দিল্লি টেস্ট খেলেই। কিন্তু কামিন্সের মা সেরে না ওঠায় তিনি ইন্দোর টেস্টে নামতে পারছেন না। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। এর আগে চোটের জন্য তারকা পেসার জেশ হ্যাজেলউড ও ওপেনার ডেভিড ওয়ার্নার ফিরেছেন দেশে। মিচেল স্টার্ক আদৌ বাকি সিরিজে খেলতে পারবেন কিনা সেই বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন তো সিরিজ শুরু হওয়ার আগেই ছিটকে গিয়েছিলেন। এই তালিকায় জুড়ে গিয়েছিল অ্যাস্টন আগারের নাম। আর এবার তালিকায় কামিন্স নিজের নাম তুলে ফেললেন। 


এক নজরে ভারতের বাকি দুই টেস্টের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, সূর্যকুমার যাদব।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)