নিজস্ব প্রতিবেদন: অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বেই প্রথম 'টিম ইন্ডিয়া'র পথ চলা শুরু উদয় হয়েছিল। যুবরাজ, সেহবাগ, জাহির ও হরভজনের মতো একঝাঁক তরুণ ক্রিকেটার উঠে এসেছিলেন মহারাজের হাত ধরে। কথায় আছে, জুহুরিই জহর চেনে। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স দেখে এবার 'মানিকজোড়' খুঁজে বের করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
 
রবিবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে কমেন্ট্রিবক্স রয়েছেন তিনি। এদিন ম্যাচে সৌরভের নজর কেড়েছে ভারতের দুই তরুণ জোরে বোলার- শিবম মাভি ও কমলেশ নাগরকোটি। দু'জনেই ৩টি করে উইকেট নিয়েছেন। শিবম ও কমলেশ নাগাড়ে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে যেতে পারেন। আরও একজন জোরে বোলার জেসন রালস্টনের প্রশংসাও করেছেন সৌরভ। ৩ পেসারের কথা টুইট করে বিসিসিআই-কে জানিয়েও দিয়েছেন প্রাক্তন অধিনায়ক। 




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতের অনুর্ধ্ব ১৯ দলের তিন পেসারের বোলিং দেখে মুগ্ধ বীরেন্দ্র সহবাগও। তিন বোলারের বলের গতির 'ক্রিনশট' দিয়ে টুইট করেছেন বীরু।      


 



আরও পড়ুন- অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের বোধন ভারতের 'ছোটদের'