নিজস্ব প্রতিবেদন: সংবাদমাধ্যম অনেক রং মাখিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, আসল ঘটনাটা একেবারেই তেমন নয়। ডোনাকে নিয়ে পালিয়েছিলেন সৌরভ! এটা ডাহা মিথ্যা, সাফ জানালেন কলকাতার মহারাজ। ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস-এ সৌরভ স্পষ্ট জানিয়ে দিলেন, “মিডিয়া অনেক রং চড়িয়েছিল ঠিকই, কিন্তু বিয়েটা ধুমধাম করে দিয়েছিল বাবা-ই (চন্ডী গাঙ্গুলি)”।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পুলিসের 'ব্যারিকেড' ভেঙে তিন পয়েন্ট ইস্টবেঙ্গলের


প্রসঙ্গত, সৌরভ-ডোনার বিয়ে হয়েছিল  ১৯৯৭-এর ফেব্রুয়ারি। প্রথম দিকে তাদের সম্পর্ক নিয়ে সৌরভের পরিবারে সমস্যা হলেও পরে চন্ডী গাঙ্গুলি দাঁড়িয়ে থেকেই নিজের ছোট ছেলের বিয়ে দেন।


আরও পড়ুন- লর্ডসে পূজারাকে খেলানো নিয়ে মজার টুইট সেওয়াগের! 


তারকাখচিত আড্ডায় সৌরভ জানান, তাঁর আগে গাঙ্গুলি পরিবারে কেউ লাভ ম্যারেজ করেনি। আর সেই কারণেই বাড়িতে ডোনার কথা বলতে খানিক ভয়ই হয়েছিল তাঁর। কিন্তু পরে তাঁর আর ডোনার সম্পর্কের কথা জানতে পেরে চন্ডী গাঙ্গুলি সৌরভ-কে বলেছিলেন, “মন দিয়ে ক্রিকেট খেল, বাকিটা আমি সামলে নেব”।


এই অনুষ্ঠানেই নিজের ক্রিকেট জার্নি নিয়েও কথা বলতে শোনা যায় সৌরভকে। বাংলায় তাঁর ক্রিকেট কেরিয়ারের শুরুয়াতটা হয়েছিল কাকতালীয় ভাবেই। ফুটবল প্রেমী সৌরভের ক্রিকেট দলে সুযোগ হয়েছিল টাইফয়েডের কারণে। বাংলা দলে সেবার ৭ জন ক্রিকেটার স্রেফ বাদ পড়েছিলেন টাইফয়েড হওয়ার কারণে, আর তখনই ক্রিকেট খেলার সুযোগ আসে সৌরভের। আর সেই সুযোগের  সদ্ব্যবহার করে শতরান করেছিলেন বেহালার বাঁ হাতি। আর রঞ্জি দলে সুযোগ পাওয়ার ব্যপারটা ছিল আরও চমকপ্রদ। দাদা স্নেহাশিষের বদলে তাঁকেই বাংলা দলে জায়গা করে দেওয়া হয়েছিল। সেই থেকেই সৌরভের সৌরভ হয়ে ওঠা শুরু।  



আরও পড়ুন- গলফ খেলতে গিয়ে চোটের হাত থেকে বাঁচলেন অ্যান্ডারসন


একথা অনস্বীকার্য, ভারতীয় ক্রিকেটে সৌরভ সেই অধিনায়ক, যিনি ভারতকে উপমহাদেশের বাইরে জেতাতে শিখিয়েছেন। ভারত একটা দল এবং ক্রিকেটে দলগত ভাবেই পারফর্ম করতে হবে- এই মানসিকতা এনে দিয়েছিলেন কলকাতার মহারাজ। আর ব্যক্তি সাফল্যে সৌরভ ভারতের সেই ক্রিকেটার যার ঝুলিতে রয়েছে একদিনের ম্যাচ আর টেস্ট মিলিয়ে ২০ হাজারের উপর রান। শতরান রয়েছে ৩৮টি। উল্লেখ্য, সৌরভ এখন বাংলা ক্রিকেটের প্রশাসক এবং একই সঙ্গে কলকাতার একটি ফুটবল দলের মালিকও।