সুখেন্দু সরকার: বাংলাদেশের প্রধানমন্ত্রী ইডেনের অতিথেয়তায় মুগ্ধ। প্রশংসাও করেছেন। তাঁর আমন্ত্রণে শেখ হাসিনা সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী বছর ঢাকায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে যাবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইডেনে গোলাপি বলে দিবারাত্রির ম্যাচের উদ্যোক্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ই। বিসিসিআই সভাপতি হওয়ার পর প্রাথমিক উদ্যোগ নেন মহারাজ। আর ভারতের মাটিতে প্রথম দিবারাত্রির টেস্টকে সফলভাবে বিপণনও করেছেন বিসিসিআই সভাপতি। টেস্ট ম্যাচেও প্রথম দু'দিনে ইডেনে তিল ধারনের জায়গা নেই। আর গোলাপি বলে ক্রিকেটকে রাজকীয় পর্যায়ে নিয়ে যেতে সৌরভ নিজে ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। হাসিনা পরে জানিয়েছিলেন, সৌরভ বাঙালি ছেলে। সে কারণে আর তাঁর কথা ফেলতে পারেননি। শুক্রবার ইডেনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘণ্টা বাজিয়ে টেস্ট ম্যাচের বোধন করেন। হাসিনা আসায় আপ্লুত প্রিন্স অব ক্যালকাটা। বলেন,''ওনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ। আমি একবার বলাতেই উনি চলে এসেছেন।'' 


অতীতচারণা করে সৌরভ আরও বলেন, ''ওনার (পড়ুন হাসিনা) সঙ্গে আমার অনেক দিনের ভালো সম্পর্ক। ২০০০ সালে প্রথম যখন বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে যাই, তখন উনি প্রধানমন্ত্রী হন।'' আগামী বছর বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকীতে আমন্ত্রিত হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট। ওই অনুষ্ঠানে তিনি থাকবেন বলে কথা দিয়ে রেখেছেন সৌরভ।        



শুক্রবার ইডেনে টেস্ট ম্যাচের ফাঁকে শহরের একটি পাঁচতারা হোটেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। পরে সাংবাদিকদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ,''বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা নিয়ে এসেছি। সৌরভ দাওয়াত দিয়েছিল। গোলাপি বলে প্রথম ক্রিকেট ম্যাচ হচ্ছে ভারতে। এজন্য এসেছি।'' ভারত-বাংলাদেশের দীর্ঘদিনের মজবুত সম্পর্কের কথা মনে করিয়ে হাসিনা এও বলেন,''এখানে আসতে ভালো লাগে। মুজিবর রহমানের সময় থেকে ভারতবাসীর অবদান চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। ১ কোটি শরণার্থী আশ্রয় পেয়েছিল আমি। তো মনে করি দুই দেশের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক।''


আরও পড়ুন- ধন্যবাদ মুশফিকুর, রবিবার, ছুটির দিনে ইডেনে খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা