নিজস্ব প্রতিবেদন: ফের একবার ক্রিকেট মাঠে নামতে চলেছেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। বুধবার আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে (Motera Stadium) ক্রিকেট ম্যাচে মুখোমুখি হচ্ছেন বিসিসিআই সভাপতি সৌরভ (BCCI president Sourav Ganguly) ও  সচিব জয় শাহ (BCCI secretary Jay Shah)। বিসিসিআইয়ের ২৮ জনের কমিটির প্রত্যেককে দুটি দলের মধ্যে ভাগ করে একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের আয়োজন করছে বিসিসিআই (BCCI)। একটি দলের অধিনায়কত্ব করবেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) ও অপর দলের অধিনায়ক হবেন জয় শাহ (Jay Shah)। প্রসঙ্গত, বৃহস্পতিবার মোতেরাতেই বোর্ডের বার্ষিক সাধারণ সভা (BCCI AGM) আয়োজিত হতে চলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আহমেদাবাদের মোতেরা স্টেডিয়াম নতুন করে গড়ে তোলা হয়েছে। এই মুহুর্তে এটিই ভারতের বৃহত্তম স্টেডিয়াম। মোতেরাতে বর্তমানে বসতে পারেন ১,১৪,০০০ দর্শক। আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান রাজীব শুক্লা (Rajiv Shukla) হবেন ম্যাচ রেফারি। শুক্লা সম্ভবত বিসিসিআইয়ের সহ-সভাপতি হতে চলেছেন।



বোর্ডের সভায় ঘরোয়া টুর্নামেন্ট থেকে আসন্ন আইপিএলের (IPL) যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। আদৌ আইপিএলে এবছরই দুটি নতুন দল সংযোজন হবে কিনা বা মেগা অকশন হবে কিনা এই সবকিছু নিয়েই সিদ্ধান্ত হওয়ার কথা বৃহস্পতিবারই।


আরও পড়ুন-AIFF-এর সভাপতি পদে আপাতত Praful Patel-ই; লড়বেন না পরবর্তী নির্বাচনে  


বোর্ডের সভায় ঘরোয়া টুর্নামেন্ট থেকে আসন্ন আইপিএলের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। আদৌ আইপিএলে এবছরই দুটি নতুন দল সংযোজন হবে কিনা বা মেগা অকশন হবে কিনা এই সবকিছু নিয়েই সিদ্ধান্ত হওয়ার কথা বৃহস্পতিবারই।



তবে যে বিষয়টি নিয়ে এই সভা গরম হওয়ার সম্ভাবনা রয়েছে তা হল বিসিসিআই সভাপতি সৌরভের বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়া। বোর্ডের অন্দরে অনেকেই এই বিষয়ে অখুশী।


আরও পড়ুন-Mumbai club raid: বিধিনিষেধ না জানার ফলেই ভুল, বক্তব্য রায়নার ম্যানেজমেন্ট দলের