জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শিক্ষক দিবসে (Teachers Day) শিক্ষকদের (Teachers) সম্মান জানানো রীতি নতুন নয়। তবে যে শিক্ষকের সঙ্গে তীব্র মনোমালিন্য হয়, যার সঙ্গে বিরোধিতা লেগেই ছিল, সেই শিক্ষককে সম্মান জানানো? সেই নিদর্শন খুব একটা পাওয়া যায় না। এমনই কাজ করে সবাইকে চমকে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শিক্ষক দিবসে তাঁর সকল গুরুকে সম্মান জানালেন তিনি। সেখানেই সকলকে চমকে দিলেন প্রিন্স অফ ক্যালকাটা। ভারতীয় দলের (India) প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলকেও (Greg Chappel) সম্মান জানালেন সৌরভ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শিক্ষক দিবসের জন্য একটি বিশেষ ভিডিয়ো প্রকাশ করেছেন বিসিসিআই-এর সভাপতি`(BCCI President)। সেই ভিডিয়োর মাধ্যমে তিনি নিজের জীবনে নানা শিক্ষকের ভূমিকার কথা তুলে ধরেছেন। অন্যান্য সকল কোচের সঙ্গে ওই ভিডিয়োতে উঠে এসেছে 'গুরু গ্রেগ'-এর সঙ্গে তাঁর কালো অধ্যায়ও। ২০০৩ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের পর ২০০৫ সালে গ্রেগকে ভারতীয় দলের কোচ হিসাবে নিযুক্ত করা হয়। সৌরভ বলেছেন, 'সেই সময় আমাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে আমার আশেপাশে যা ঘটছিল, তাতে আমার মানসিক এবং শারীরিক শক্তি আরও বেড়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল ১৯ বছরের তরুণ হিসাবে জীবন শুরু করছি। তারপরে দলে ফিরে আসার লড়াই করেছি।'  



আরও পড়ুন: Virat Kohli and Babar Azam, IND vs PAK : হারলেও চিরপ্রতিদ্বন্দ্বী দেশের অধিনায়ক বাবর আজমে মজে 'কিং কোহলি'


আরও পড়ুন: Arshdeep Singh, IND vs PAK : খালিস্তান দলে খেলতেন অর্শদীপ! তরুণকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কেন্দ্রের রোষে Wikipedia



এই ভিডিয়োর সঙ্গে একটি টুইট করে সৌরভ লিখেছেন, 'দেবু মিত্র, জন রাইট, গ্যারি কার্স্টেন এবং গ্রেগ- আজ সকলকে খুব মিস করছি। হ্যাপি টিচার্স ডে।' এই টুইটের পরেই নেটিজেনরা অবাক হয়ে গিয়েছেন। যে গ্রেগ চ্যাপেলের কারণে দল থেকে বাদ পড়তে হয়েছিল সৌরভকে, শিক্ষক দিবসে তাঁকেই শ্রদ্ধা জানালেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। টুইটে সৌরভ আরও লিখেছেন 'জীবনে অনেক সময় কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। কিন্তু তার পরেও ফিরে আসা যায়। এই ভিডিয়োতে আমার জীবনে কিছু ওঠাপড়ার গল্প বলা রইল।' 


 



ভিডিয়োতে প্রথম জীবনের ঘটনাও তুলে ধরেন সৌরভ। ১৯৯২ সালে ভারতীয় দলে অভিষেকের পরেও চার বছর আর দলে সুযোগ পাননি তিনি। সেখান থেকে শুরু করে ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টে শতরান, জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া, ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে ওঠা-সমস্ত স্মৃতিই ফিরে এসেছে সৌরভের কথায়। তবে তাঁর শিক্ষকদের তালিকায় 'গুরু গ্রেগ'-এর নাম শুনে বিস্মিত ক্রিকেট দুনিয়া। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)