নিজস্ব প্রতিবেদন: ছয়ের দশক থেকে আটের দশক, ঘরোয়া ক্রিকেটে দাপটের সঙ্গে খেলেছেন বাঁ হাতি কিংবদন্তি স্পিনার রাজিন্দর গোয়েল। তাঁর প্রয়াণে শোকের ছায়া ভারতীয় ক্রিকেট মহলে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৭ সালে ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য আজীবন স্বীকৃতি হিসেবে সিকে নাইডু পুরস্কারে সম্মানিত হন রাজিন্দর গোয়েল। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করেছে বিসিসিআই।


বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, "ভারতীয় ক্রিকেট এক বটবৃক্ষকে হারাল। ৭৫০ উইকেট তাঁর বহু পরিশ্রমের ফসল।"


 



 



 



দীর্ঘ ২৪ বছরের ক্রিকেটিয় কেরিয়ারে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৫০ উইকেট তাঁর ঝুলিতে। যা এখনও ঘরোয়া ক্রিকেটে রেকর্ড। সেই রাজিন্দর গোয়েলের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সচিন তেন্ডুলকর থেকে ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেওয়াগ।


 



 



শ্রদ্ধার্ঘ জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রীও।


 




ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মত, বিষেন সিং বেদীর জন্যই নাকি জাতীয় দলে সুযোগ পাননি রাজিন্দর গোয়েল। বর্ষীয়ান স্পিনারের প্রয়াণে শোকপ্রকাশ করে বিষেন সিং বেদী লেখেন, হৃদয় দিয়ে বোলিং করে রঞ্জি ট্রফিকে জীবন্ত করে তুলেছিলেন তিনিই।


 
আরও পড়ুন -  চলে গেলেন জাতীয় দলে না খেলা, রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক রাজিন্দর গোয়েল