গাভাসকরের দলে জায়গা হল না সৌরভ-দ্রাবিড়-লক্ষ্মণের!
প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরের পছন্দের ভারত-পাকিস্তান যুগ্ম একাদশে জায়গা পেলেন ফ্যাভ ফাইভের মাত্র দুই জন।
নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরের পছন্দের ভারত-পাকিস্তান যুগ্ম একাদশে জায়গা পেলেন ফ্যাভ ফাইভের মাত্র দুই জন। সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেওয়াগ। সেই দলে ঠাঁই পাননি সৌরভ-লক্ষ্মণ এবং দ্রাবিড়েরও। জায়গা পাননি বিরাট কোহলি কিংবা মহেন্দ্র সিং ধোনিও।
অনলাইনে ভারত-পাকিস্তান দুই দেশের ক্রিকেটারদের নিয়েই একটি যৌথ একাদশ গড়ে তোলেন সুনীল গাভাসকর এবং পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা।
সুনীল গাভাসকরের ভারত-পাকিস্তান যুগ্ম একাদশে রয়েছেন-
হানিফ মহম্মদ, বীরেন্দ্র সেওয়াগ, জাহির আব্বাস, সচিন তেন্ডুলকর, গুন্ডাপ্পা বিশ্বনাথ, কপিল দেব, ইমরান খান, সৈয়দ কিরমানি, ওয়াসিম আক্রাম, আব্দুল কাদির এবং ভাগবত চন্দ্রশেখর।
অন্যদিকে পাক তারকা রামিজ রাজার যৌথ ভারত-পাকিস্তান একাদশে রয়েছেন-
বীরেন্দ্র সেওয়াগ, সুনীল গাভাসকর, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি, ইমরান খান, ওয়াসিম আক্রাম, ওয়াকার ইউনিস, অনিল কুম্বলে এবং সাকলিন মুস্তাক।
আরও পড়ুন - এশিয়া কাপের ম্যাচ শেষে ভাজ্জিকে মারতে হোটেলের ঘরে গিয়েছিলেন শোয়েব!