ওয়েব ডেস্ক: গোটা দেশের চোখ ছিল তাঁর দিকে। দীপা কর্মকারের দিকে। কোনও ভারতীয় মেয়ে অলিম্পিক থেকে জিমন্যাস্টিক ইভেন্টে পদক জিতে ফিরছেন, এমনটা স্বপ্নেও ভাবতেন না কেউ। অথচ, দীপা সেই কাজটাই করেছিলেন প্রায়। একটুর জন্য হাতছাড়া হয়েছে পদকটা। দীপা কর্মকারের প্রোদুনোভা ভল্টকে ঘিরে স্বপ্ন দেখেছিল আপামর ভারতবাসী। আর পাঁচজনের মতই আগরতলার তেইশ বছরের তরুণীর দিকে চোখ ছিল সৌরভ গাঙ্গুলিরও। রিও-তে অল্পের জন্য পদক হাতছাড়া করতে হয়েছে দীপাকে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন যে তেরঙ্গাকে পতপত করে উড়তে দেখে গর্বিত হন, জানেন ওটার নকশা করেছিলেন কে?


তবে প্রাক্তন ভারত অধিনায়কের দাবি দীপার যা প্রতিভা,তাতে টোকিওতে ছাপ তিনি ফেলবেনই। দীপার মতই সৌরভ মজে বিশ্বের দ্রুততম পুরুষ উসেইন বোল্টে।


আরও পড়ুন  আজকের দিনে জন্মগ্রহণ করেই কী কবি পেয়েছিলেন 'আসল' স্বাধীনতা!