ম্যাচ শুরুর আগে করোনায় আক্রান্ত ক্রিকেটার, ভেস্তে গেল দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড প্রথম ওয়ান ডে
দুই দেশের ক্রিকেট বোর্ডই প্রথম ম্যাচটি স্থগিত রাখার সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই করোনায় আক্রান্ত হলেন এক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। এর জেরে ভেস্তে গেল শুক্রবার কেপটাউনে হতে চলা ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম একদিনের ম্যাচ।
যদিও ক্রিকেটারের নাম জানানো হয়নি।সিরিজ শুরু হওয়ার আগে বৃহস্পতিবার শেষ করোনা টেস্ট হয় প্রত্যেক ক্রিকেটারের। রিপোর্ট আসে শুক্রবার ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে।দক্ষিণ আফ্রিকা বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয় যে দুইদলের সমস্ত ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিশিয়াল ও অন্যান্য যারা জড়িত তাদের সকলের সুরক্ষার কথা ভেবে দুই দেশের ক্রিকেট বোর্ডই প্রথম ম্যাচটি স্থগিত রাখার সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে।
শুক্রবারের পরিবর্তে রবিবার পার্লে হবে প্রথম একদিনের ম্যাচ। দ্বিতীয় একদিনের ম্যাচ হবে সোমবার কেপটাউনেই। বুধবার হবে সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ।
আরও পড়ুন - সই জাল! স্পোর্টস ফেডারেশনের কর্তার বিরুদ্ধ মারাত্মক অভিযোগ সুশীল কুমারের