নিজস্ব প্রতিবেদন: প্রত্যাশা মতই দুই স্পিনার নিয়ে আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামল ভারত। বিরাট ব্রিগেডে আছেন চায়নাম্যান কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চহল। বাঁ হাতি, ডান হাতি স্পিন যুগলবন্দি নিয়ে আগে থেকেই ভাবনা চিন্তা ছিল, আর সেই মতই কিংসমিডে অশ্বিন-জাদেজা জুটির বিকল্প হিসেবে সুযোগ হল যাদব-চহলের। দলে রাখা হল অজিঙ্কা রাহানেকও। বাদ পড়লেন চর্চায় থাকা লোকেশ রাহুল। দুই পেসার হিসেবে দলে আছেন জোহানেসবার্গের ম্যান অব দ্য ম্যাচ ভুবনেশ্বর কুমার এবং ৫ উইকেটের মালিক যশপ্রীত বুমরাহ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'ঘরের মাঠেই খেলছি', ডারবানে প্রত্যয়ী বিরাট 



অন্যদিকে আফ্রিকার দলে ডি কক, হাসিম আমলা, জেপি ডুমিনি, ডেভিড মিলার সহ অভিজ্ঞ মর্নি মর্কেল, ইমরান তাহিরকে নিয়ে দল গড়েছেন ফাফ দুপ্লেসিস। রাবাদা থাকলেও প্রথম ওয়ানডে-তে দলে নেই লুঙ্গি এনগিড়ি। 



উল্লেখ্য, ডারবানে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল দক্ষিণ আফ্রিকা। 


খেলার আরও খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ১১টায়