নিজস্ব প্রতিবেদন: কেপটাউনের নিউল্যান্ডসে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল দক্ষিণ আফ্রিকা। প্রসঙ্গত, সিরিজের প্রথম দুই ম্যাচে রান তাড়া করেই জিতেছে ভারত। ডারবানে প্রথম ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে হারতে হয়েছিল ডুপ্লেসিসদের। দ্বিতীয় ম্যাচে মার্কর‍্যামের নেতৃত্বাধীন আফ্রিকা দলকে প্রথম ব্যাটে পাঠিয়ে নাকানিচোবানি খাইয়েছিল বিরাট ব্রিগেড। চহল-কুলদীপের সামনে কার্যত আত্মসম্পর্পণ করেছিল ডি'কক, হাসিম আমলারা। সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত অর্জন করেছিল বিরাট জয়। এবার তাই সচেতন ভাবেই টসে জিতে ভারতকে ব্যাটে পাঠানোর সিদ্ধান্ত নিল আফ্রিকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 আরও পড়ুন- এক শিকারেই 'শৃঙ্গজয়' হবে ধোনির


এবি ডিভিলিয়ার্স, ডুপ্লেসিস এবং ডি'কক-হীন এই 'কমজোর' আফ্রিকার বিরুদ্ধে ভারতকেই এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার জয়ের হ্যাটট্রিক করে ইতিহাস গড়ার সন্ধিক্ষণে দাড়িয়ে বিরাট বাহিনী। যদিও আফ্রিকার পেস ব্যাটারি রাবাদা বলছেন, এখনও তাঁরা লড়াইয়ে আছে। 


আরও পড়ুন- এবার করণের কফি মাগে চুমুক দেবে বিরাট-অনুষ্কা


উল্লেখ্য, সেঞ্চুরিয়ানে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন আফ্রিকার উইকেট কিপার ডি'কক। সেই শূন্য স্থান পূরণ করতে অভিষেক হচ্ছে হেনরিচ ক্লাসেনের। দলে রাখা হয়েছে তরুণ তুর্কি লুঙ্গি এনগিড়িও। অন্যদিকে দল অপরির্তিত রেখেই তৃতীয় একদিনের ম্যাচে নেমেছেন বিরাটরা। 



 



কেপটাউনে ভারত এবং দক্ষিণ আফ্রিকা দলের রেকর্ড:  


দক্ষিণ আফ্রিকা 
ম্যাচ- ৩৩
জয়ী- ২৮  হার- ৫


ভারত
ম্যাচ- ৪
জয়ী- ২  হার- ২


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়