ওয়েব ডেস্ক: আপনি কি খুব ভালো করে আইপিএল ফলো করেন? কোনও ম্যাচই মিস করেন না? লাইভ দেখতে না পারলে, ঠিক রাতে বসে হাইলাইটস দেখে নেন? তাহলে আপনাকে একটা তথ্য দিলে বেশ মজাই পাবেন।


এই আইপিএলে সবথেকে বেশি রান করেছেন বিরাট কোহলি, এতো সবাই জানে। কিন্তু জানেন কি, এখনও পর্যন্ত এবারের আইপিএলে সবথেকে বেশি ক্যাচ ধরেছেন কে? কে আবার? এবি ডিভিলিয়ার্স থাকলে, শুধু ব্যাটে ঝড় নয়, হাতের জাদুও দেখা যায়। ১৪ ম্যাচে ১৮ ক্যাচ নিয়ে এবিই রয়েছেন সবার আগে। এই তালিকায় মানে সবথেকে বেশি ক্যাচ ধরার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ডেভিড মিলার। ১৪ ম্যাচে ১০টি ক্যাচ ধরেছেন কিলার মিলার। আর তালিকার তৃতীয় নামটা ক্রিস মরিস। তিনি ১২ ম্যাচে ক্যাচ ধরেছেন ৮টি। মানেটা কী বুঝলেন? এখনও যদি বিষয়টা ফিল্ডিং হয়, তবে, দক্ষিণ আফ্রিকার ধারে-কাছেও কেউ নেই। রেকর্ডই বটে। আইপিএলের মতো প্রতিযোগিতায় সবথেকে বেশি ক্যাচ ধরার তালিকায় প্রথম তিনজনই প্রোটিও। ব্যাপারটা ভাবলেই তো রোমাঞ্চ। শুধু জন্টি রোডসের মুম্বই ইন্ডিয়ান্সের কেউ প্রথম তিনে না থাকলেও রয়েছেন আট নম্বরে। মুম্বইয়ের হার্দিক পাণ্ডিয়া ১১ ম্যাচ খেলে ক্যাচ ধরেছেন ৬ টি! জন্টির স্বান্তনা ওটুকুই।