নিজস্ব প্রতিবেদন :  মস্কোর স্পার্টাক স্টেডিয়ামটি ওতক্রিতি এরিনা নামেই সকলের কাছে বেশি পরিচিত। ২০১৪ সালে সকলের জন্য স্টেডিয়ামটি খুলে দেওয়া হয়। তখনই নতুন নামকরণ করা হয় স্পার্টাক স্টেডিয়াম। রাশিয়ার ফুটবল ইতিহাসে অন্যতম সফল ক্লাব এফসি স্পার্টাক মস্কোর হোম গ্রাউন্ড এই স্টেডিয়াম। এই ভেন্যুর অন্যতম ঐতিহ্য হলো ক্লাবের প্রতিষ্ঠাতা স্তারোস্তিন ভাইদের বিশালাকার মূর্তি রয়েছে এখানে। এক পাশের গোলপোস্টের পিছনে যা স্থাপন করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২০১৭ সালে কনফেডারেশন্স কাপের চারটি ভেন্যুর মধ্যে স্পার্টাক স্টেডিয়াম ছিল অন্যতম এক ভেন্যু। এই স্টেডিয়ামের দর্শক আসন সংখ্যা ৪৫,৩৬০।


# স্পার্টাক স্টেডিয়াম , মস্কো


* আসন সংখ্যা : ৪৫,৩৬০


 কোন কোন ম্যাচ রয়েছে স্পার্টাক স্টেডিয়ামে

 


@ গ্রুপ পর্ব :


►আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড (গ্রুপ-ডি)
পোল্যান্ড বনাম সেনেগাল (গ্রুপ-এইচ)
বেলজিয়াম বনাম তিউনিসিয়া (গ্রুপ-জি)
সার্বিয়া বনাম ব্রাজিল (গ্রুপ-ই)

@ নক আউট পর্ব :


►রাউন্ড অব সিক্সটিন
 


 


আরও পড়ুন- বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' :কাজান অ্যারেনা