নিজস্ব প্রতিনিধি : অনেকদিন ধরেই তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। শেষমেশ হাতেনাতে প্রমাণ মিলল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (দিল্লি)-র ডিরেক্টরের বিরুদ্ধে। সাই-এর আরও চারজন কর্তাব্যক্তির বিরুদ্ধেও দুর্নীতির প্রমাণ পেয়েছে সিবিআই। যার জেরে ডিরেক্টরসহ চারজনকে গ্রেফতার করল সিবিআই। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ নয়াদিল্লির জওহারলাল নেহেরু স্টেডিয়ামের সাই কমপ্লেক্সে হানা দেয় সিবিআই-এর একটি দল। ডিরেক্টর এস কে শর্মা ও ওই চারজনের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মেলার সঙ্গে সঙ্গে তাঁদের হেফাজতে নেয় সিবিআই। তাঁদের সঙ্গে আরও দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দফতরে ডাকা হয়েছে বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  কাল ফাইনাল! পঞ্চম বোলারের খোঁজে অস্থির ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট


জওহরলাল নেহেরু স্টেডিয়ামের সাই হেডকোয়াটার্স সিল করেছে সিবিআই। সাই-এর পরিবহণ বিভাগের পক্ষ থেকে ডিরেক্টরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয়েছিল। ডিরেক্টর ও সাই-এর বেশ কয়েকজন কর্মী কোনও কাজ করার জন্য টাকা দাবি করেন। এমনই অভিযোগ ছিল। সাই-এর উপরমহলের তরফে সিবিআই-এর সাহায্য চেয়েছিলেন। অভিযোগের ভিত্তিতে আচমকাই সাই-এর প্রধান কার্যালয়ে হানা দেয় সিবিআই। অতর্কিত হানায় ডিরেক্টরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ হিসাবে বেশ কিছু তথ্য সিবিআই-এর হাতে এসেছে। যার জন্য গ্রেফতার করা হয়েছে তাঁকে।


আরও পড়ুন-  পাণ্ডিয়াদের 'কাণ্ড' গড়াল সুপ্রিম কোর্টে, হতে পারে 'ফেলুদা' নিয়োগ


সাই-এর ডিরেক্টর জেনারেল নীলম কাপুর বলছিলেন, ''সাই-এর সঙ্গে বহু ক্রীড়াবিদের ভবিষ্যত জুড়ে রয়েছে। আমাদের সংস্থায় দুর্নীতিপরায়ণদের জন্য কোনও জায়গা নেই। ভবিষ্যতেও কোনও কর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে আমরা তদন্তের পথে হাঁটব।''