ওয়েব ডেস্ক: সিরিজের দুটো একদিনের ম্যাচ সবে হয়েছে। টেস্ট সিরিজে ০-৩ ব্যবধানে উড়ে যাওয়ার পর, এই একদিনের দুটো ম্যাচেও হেরে গিয়েছে শ্রীলঙ্কা। তার উপর আবার খারাপ খবর, শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীদের জন্য। তাদের অধিনায়ক উপুল থরাঙ্গাকে দুই ম্যাচের জন্য নির্বাসন করল আইসিসি। দলের বোলারদের স্লো ওভার রেটের জন্যই এই শাস্তি পেলেন থরঙ্গা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কুমার সাঙ্গাকারার বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন মহেন্দ্র সিং ধোনি


দীনেশ চান্ডিমালের সঙ্গে ডান হাতি এবং বাঁ হাতি কম্বিনেশনের কথা ভেবেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, দলে ফের ডেকে নিয়েছে লহিরু থিরিমান্নেকে। তৃতীয় এবং চতুর্থ ম্যাচে যেহেতেু থরাঙ্গাকে পাওয়া যাবে না, তাই থিরিমান্নেতেই ভরসা রাখছে টিম শ্রীলঙ্কা।


আরও পড়ুন  জানেন খেলা ছাড়ার পর কী করবেন মহেন্দ্র সিং ধোনি?