নিজস্ব প্রতিবেদন: আজ পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের নির্ণায়ক ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। গুয়াহাটিতে বৃষ্টিতে ম্যাচ পণ্ড, ইন্দোরে জিতে ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে কোহলি ব্রিগেড। আজ শেষ ম্যাচে জিতলেই সিরিজ ভারতের। পুণেতে জিতে সিরিজ ড্র করতে মরিয়া লঙ্কানরা। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইন্দোরে ম্যাচ সহজে জেতায় আত্মবিশ্বাস তুঙ্গে কোহলিদের। আজ পুণেতে শেষ টি-টোয়েন্টিতে জিতলেই সিরিজ পকেটে পুরে ফেলবেন কোহলি-ধাওয়ানরা। কুড়ি বিশের ফরম্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ দশটি সাক্ষাতে নটিতেই জিতেছে টিম ইন্ডিয়া। দুবছর আগে শ্রীলঙ্কার কাছে এই পুণেতেই হারতে হয়েছিল ভারতীয় দলকে। শুক্রবার সেই রেকর্ড বদলে দেওয়াই লক্ষ্য কোহলিদের। শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে একটিই পরিবর্তন হতে পারে।  শিবম দুবের বদলে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে খেলানোর ভাবনা থিঙ্ক ট্যাঙ্কের।


আরও পড়ুন - বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে ক্যাচ! আউট, ক্রিকেটের নিয়ম নিয়ে প্রশ্ন!