ওয়েব ডেস্ক: ভারত এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে। যা, আগামী শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে। এই সিরিজ শেষ হলেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় দল নিজেদের দেশেই। এখনও পর্যন্ত যা খবর, তাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ হলেই, ভারতে খেলতে আসছে শ্রীলঙ্কা। তারা এখানে এসে তিনটে টেস্ট, তিনটে একদিনের ম্যাচ এবং তিনটে টি২০ ম্যাচ খেলবে। সদ্য শ্রীলঙ্কায় গিয়ে তিন ধরনের ক্রিকেটেই তাদের একেবারে হোয়াইট ওয়াশ করে এসেছিল বিরাট কোহলির ভারতীয় দল। দেখা যাক, শ্রীলঙ্কা ওই সিরিজের লজ্জার হারের বদলা নিতে পারে কিনা। তার আগে, এবার এক ঝলকে দেখে নিন, কোন কোন দিনে, কোথায় কোথায়, কী ম্যাচ খেলা হবে। (তবে, বিসিসিআই এখনও সরকারিভাবে এই সফর সূচির কথা ঘোষণা করেনি)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কপিল দেবকে টপকে রঙ্গনা হেরাথের বিশ্বরেকর্ড


ভারত বনাম শ্রীলঙ্কা, প্রথম টেস্ট - ১৬ থেকে ২০ নভেম্বর - কলকাতা
ভারত বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টেস্ট - ২৪ থেকে ২৮ নভেম্বর - নাগপুর
ভারত বনাম শ্রীলঙ্কা, তৃতীয় টেস্ট - ২ থেকে ৬ ডিসেম্বর - দিল্লি


ভারত বনাম শ্রীলঙ্কা, প্রথম একদিনের ম্যাচ - ১০ ডিসেম্বর - ধর্মশালা
ভারত বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় একদিনের ম্যাচ - ১৩ ডিসেম্বর - মোহালি
ভারত বনাম শ্রীলঙ্কা, তৃতীয় একদিনের ম্যাচ - ১৭ ডিসেম্বর - বিশাখাপত্তনম


ভারত বনাম শ্রীলঙ্কা, প্রথম টি২০ ম্যাচ - ২০ ডিসেম্বর - কটক
ভারত বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টি২০ ম্যাচ - ২২ ডিসেম্বর - ইন্দোর
ভারত বনাম শ্রীলঙ্কা, তৃতীয় টি২০ ম্যাচ - ২৪ ডিসেম্বর - মুম্বই


আরও পড়ুন  ফের ভারতীয় দলে ডাক পাওয়ার পর আশিস নেহরা কী বললেন জানেন?