টস জিতে ইডেনে ভারতকে ব্যাট করতে পাঠাল শ্রীলঙ্কা
ভারতের বিরুদ্ধে পাঁচ বোলার নিয়ে খেলতে নামছে লঙ্কা ব্রিগেড। দিলরুওয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, লকমল, গামাগে এবং অ্যাঞ্জেলও মেথিউসের বোলিং আক্রমণের ওপরই ভরসা রাখছেন শ্রীলঙ্কা দলের অধিনায়ক দীনেশ চান্দিমাল।
নিজস্ব প্রতিবেদন: বৃষ্টির ফাঁড়া ঘাড়ে নিয়েই অবশেষে ইডেন গার্ডেন্সে শুরু হল ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ। টস জিতে বিরাটদের ব্যাট করতে পাঠালেন শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমাল। ভারতের বিরুদ্ধে পাঁচ বোলার নিয়ে খেলতে নামছে লঙ্কা ব্রিগেড। দিলরুওয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, লকমল, গামাগে এবং অ্যাঞ্জেলও মেথিউসের বোলিং আক্রমণের ওপরই ভরসা রাখছেন শ্রীলঙ্কা দলের অধিনায়ক দীনেশ চান্দিমাল।
আরও পড়ুন- ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে অভিষেক হচ্ছে আশিস নেহরার
শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ বোলার নিয়ে নামছে ভারতও। অশ্বিন-জাদেজার স্পিন জুটির সঙ্গেই ইডেনে ভারতের পেস অস্ত্র ভুবি-সামি-উমেশ ত্রয়ী। যদিও ইডেনের সবুজ পিচে প্রথমে ফিল্ডিং করার কথাই ভেবেছিলেন বিরাট কোহলি। তবে ভাগ্য সঙ্গ না দেওয়ায় ইডেনে প্রথম ব্যাট হাতেই নামতে হবে লোকেশ রাহুল, শিখর ধাওয়ানদের।
একনজরে দুই দল-
ভারত শ্রীলঙ্কা
লোকেশ রাহুল এস সামারাবিকর্মা
শিখর ধাওয়ান দিমুথ করুণারত্নে
চেতেশ্বর পূজারা লাহিরু থিরুমানে
বিরাট কোহলি (অধিনায়ক) অ্যাঞ্জেলও মেথিউস
অজিঙ্কা রাহানে দীনেশ চান্দিমাল (অধিনায়ক)
রবিচন্দ্রন অশ্বিন এন দিকভেলা (উইকেট কিপার)
ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার) দি শঙ্কা
রবীন্দ্র জাদেজা রঙ্গনা হেরাথ
ভুবনেশ্বর কুমার দিলরুওয়ান পেরেরা
উমেশ যাদব এস লকমল
মহম্মদ সামি লাহিরু গামাগে