নাগপুরে তিন পরিবর্তন ভারতীয় দলে, টসে জিতে ব্যাট শ্রীলঙ্কার
এদিন টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমল। তবে শুরুটা একেবারেই ভাল হয়নি লঙ্কা ব্রিগেডের। করুণারত্নের সঙ্গে ওপেন করতে এসে ইশান্তের বলে ১৩ রানেই ফেরেন সদিরা সামারাবিকর্মা।
নিজস্ব প্রতিবেদন: প্রত্যাশা থাকলেও নাগপুরে অভিষেক হল না অলরাউন্ডার বিজয় শঙ্করের। চমক দিয়েই দলে এলেন রোহিত শর্মা। মহম্মদ সামি না খেলায়, এদিন টেস্ট একাদশে ফিরলেন পেস বোলার ইশান্ত শর্মাও। ওপেনিংয়ে স্বাভাবিকভাবেই ধাওয়ানের পরিবর্তে মুরলি বিজয়কেই ফিরিয়ে আনলেন বিরাট কোহলি। ৫ বোলারের ফর্মুলা বদলে ৭ ব্যাটসম্যান আর ৪ বোলার নিয়ে নাগপুরে নামল বিরাট ব্রিগেড। ২ স্পিনার অশ্বিন-জাদেজা এবং ২ পেস অ্যাটাক উমেশ-ইশান্ত, এই বোলিং আক্রমণ নিয়েই দ্বিতীয় টেস্ট জয়ের স্বপ্ন দেখছে ভারতীয় দল।
আরও পড়ুন- পাকিস্তান ক্রিকেট দলের জন্য ভারতের দরজা বন্ধই, স্পষ্ট করল স্বরাষ্ট্রমন্ত্রক
অন্যদিকে, ইডেন টেস্টের দল নিয়েই নাগপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নামলেন চান্দিমলরা। সুযোগ পেলেন না দি সিলভা, ফার্নান্দো, রোশেন সিলভা এবং সান্দাকন।
আরও পড়ুন- বাংলাদেশের কোচকেই চাই শ্রীলঙ্কার!
উল্লেখ্য, এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমল। তবে শুরুটা একেবারেই ভাল হয়নি লঙ্কা ব্রিগেডের। করুণারত্নের সঙ্গে ওপেন করতে এসে ইশান্তের বলে ১৩ রানেই ফেরেন সদিরা সামারাবিকর্মা।
ভারতীয় দল
মুরলি বিজয়
লোকেশ রাহুল
চেতেশ্বর পূজারা
বিরাট কোহলি (অধিয়নায়ক)
অজিঙ্কা রাহানে
রহিত শর্মা
আর অশ্বিন
ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার)
রবীন্দ্র জাদেজা
উমেশ যাদব
ইশান্ত শর্মা
শ্রীলঙ্কা দল
দিমুথ করুণারত্নে
সদিরা সামারাবিকর্মা
লাহিরু থিরুমানে
অ্যাঞ্জেলও মেথিউস
দীনেশ চান্দিমাল (অধিনায়ক)
এন দিকভেলা (উইকেট কিপার)
দি শনাকা
দিলরুওয়ান পেরেরা
রঙ্গনা হেরাথ
এস লকমল
লাহিরু গামাগে