ওয়েব ডেস্ক: জঙ্গি নাশকতার জের। পাকিস্তানে গিয়ে ক্রিকেট ম্যাচ খেলার প্রস্তাব প্রত্যাখান করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। লাহোরে এসে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সদ্য লাহোরে জঙ্গি হানার জেরে সেই প্রস্তাব বাতিল করে দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা শ্রীলঙ্কার। আরব আমিরশাহিতে এই সিরিজ হওয়ার কথা দুদেশের মধ্যে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরে স্বস্তি, দলে ফিরলেন লোকেশ রাহুল


কিন্তু পাক বোর্ড চেয়েছিল অন্তত পক্ষে দুটি ম্যাচ পাকিস্তানে হোক। কিন্তু শ্রীলঙ্কা এই প্রস্তাব খারিজ করে দেওয়ায় বেজায় চটেছেন পাক বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। তাঁর দাবি শুধু পাকিস্তান নয় গোটা বিশ্বে জঙ্গি নাশকতা চলছে। কিন্তু তার মধ্যেও খেলাধুলা চলছে। শুধু নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে ম্যাচ খেলতে না আসা অনস্বীকার্য বলে বক্তব্য শাহরিয়ারের।


আরও পড়ুন  কে সেরা, স্যর ডন ব্র্যাডম্যান নাকি স্যর গ্যারফিল্ড সোবার্স?