নিজস্ব প্রতিবেদন: দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ করার চেষ্টায় বড় ধাক্কা খেল পাকিস্তান। নিরাপত্তার কারণে 'টেররিস্তানে' যেতে অস্বীকার করলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। চলতি মাসের শেষের দিকে লাহৌরে দুই দেশের সিরিজ খেলার কথা রয়েছে। শ্রীলঙ্কার ক্রিকেটারদের এহেন অবস্থানের পর সুতোয় ঝুলছে সেই সিরিজের ভাগ্য।
  
চলতি সপ্তাহেই গুয়াহাটিতে অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল ছো়ড়ার ঘটনাকে হাতিয়ার করে ভারতে ক্রিকেট বন্ধের দাবি করেছিলেন পাকিস্তানিরা। যদিও পাকিস্তানিদের এহেন দাবিতে কর্ণপাতই করেনি আইসিসি। উলটে পাকিস্তানের এমন হাল, সে দেশেই কেউ খেলতে যেতে চাইছে না বন্ধু শ্রীলঙ্কাও।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাকিস্তান সফরে আপত্তি জানিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে চিঠি দিয়েছে চুক্তিবদ্ধ ৪০ জন ক্রিকেটার। তাঁদের দাবি, ২০০৯ সালের হামলার দুঃস্বপ্ন এখনো তাঁদের তাড়া করছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সূত্রে খবর, শিগগিরই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আইসিসি-ও এনিয়ে কথা বলবে ক্রিকেটারদের সঙ্গে। সবরকম সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানকে বিপদে ফেলতে চায় না শ্রীলঙ্কা।  


২০০৯ সালে লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে যাওয়াক পথে জঙ্গি হামলার মুখে পড়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেটাররা। তারপর থেকেই সে দেশে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ। প্রায় ১ দশক পর গতমাসে বিশ্ব একাদশ বনাম পাকিস্তানের সিরিজ হয়েছিল। ওই সিরিজে অংশ নিয়েছিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা। ওই সিরিজের সাফল্যের পর উজ্জীবিত হয়ে উঠেছিল পাক ক্রিকেট বোর্ড। ২৯ অক্টোবর থেকে লাহৌরে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে তিনটি টি২০ ম্যাচের সিরিজ শুরু হওয়ার কথা। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহিতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলছে শ্রীলঙ্কা। 


আরও পড়ুন,  ভারতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হোক, আজব দাবি পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের