নিজস্ব প্রতিবেদন: ক্রমসই হিট হয়ে পড়ছেন বিরাট অনুষ্কা জুটি। সারা ভারতে তো জনপ্রিয়তার নীরিখে বলা যায় সবকিছুকে ছাড়িয়ে গেছে এই জুটি। এবার দেশের বাইরেও সেই জনপ্রিয়তা ছড়িয়ে পড়ল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- গোলের সেঞ্চুরি করে রোনাল্ডোকে ছুঁলেন মেসি


শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখরা সেদেশে আমন্ত্রন জানালেন বিরাট-অনুষ্কাকে। তিনি ক্রিকেট খেলার জন্য ভারত অধিনায়ককে আমন্ত্রন জানাননি। জয়শেখরা নব দম্পতিতে শ্রীলঙ্কা কিছুদিন সময় কাটানোর জন্য আমন্ত্রন জানিয়েছেন। তিনি জানিয়েছেন অনুষ্কাকে বিয়ে করার পর বিরাট একবারও শ্রীলঙ্কায় যাননি। তাই শ্রীলঙ্কার মানুষ নবদম্পতিকে দেখতে চান। শ্রীলঙ্কার অতিথি হিসেবে বিরাট-অনুষ্কাকে সেদেশে যাওয়ার অনুরোধ করেছেন জয়শেখরা। শ্রীলঙ্কায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অনেক জায়গা আছে। তাদের অভ্যর্থনা জানানোর জন্য রাজকীয় আয়োজন রাখা হয়েছে বলেও জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী।


আরও পড়ুন- কেরিয়ারের দ্রুততম গোল, মেসি ম্যাজিকে চেলসির বিরুদ্ধে জয় বার্সেলোনার


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়