নিজস্ব প্রতিবেদন : রবিবার ক্যান্ডিতে বিশ্বরেকর্ড করলেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি ইয়রকার স্পেশালিস্ট মালিঙ্গাই। ক্যান্ডিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে কলিন ডি গ্র্যান্ডহোমের উইকেট তুলে নিতেই পাকিস্তানের শাহিদ আফ্রিদিকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি হলেন লাসিথ মালিঙ্গা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



২০১১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মালিঙ্গা। তারপর ওয়ান ডে আর টি-টোয়েন্টি ক্রিকেটেই মনোনিবেশ করেন তিনি। গত মাসেই একদিনের ক্রিকেট থেকেও অবসর নেন লঙ্কান পেসার। কিন্তু টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাচ্ছেন ৩৫ বছর বয়সী পেসার। রবিবার ক্যান্ডিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নিজের প্রথম ওভারেই কলিন মুনরোকে বোল্ড করে পাকিস্তানের শাহিদ আফ্রিদিকে স্পর্শ করেন মালিঙ্গা। পাকিস্তানের শাহিদ আফ্রিদি ৯৯ ম্যাচে ৯৮ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সবার আগে ছিলেন। মালিঙ্গা আফ্রিদিকে ছুঁয়ে ফেলার পর কলিন ডি গ্র্যান্ডহোমকে বোল্ড করে টি টোয়েন্টি ক্রিকেটে ৯৯ টি উইকেট তুলে নেন।


 



আফ্রিদিকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেটের মালিক এখন লাসিথ মালিঙ্গা। ৭৪টি ম্যাচে ৯৯টি উইকেট মালিঙ্গার ঝুলিতে।  


আরও পড়ুন - কাঁধের চোটের জন্য ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন জোকোভিচ